‘এক-চীননীতি’র প্রতি আলজেরিয়ার সমর্থন পুনর্ব্যক্ত
2024-01-17 14:17:36

জানুয়ারি ১৭: আলজেরিয়ার প্রেসিডেন্ট আবদেলমাজিদ তেবোউন ও প্রধানমন্ত্রী মোহাম্মদ নাদির আলবাবি ‘এক-চীননীতি’-র প্রতি তাদের দেশের সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেছেন। গতকাল (মঙ্গলবার) সফররত চীনা উপ-প্রধানমন্ত্রী লিউ কুও চোং’র সঙ্গে বৈঠকে তাঁরা এ অবস্থানের কথা পুনরায় উল্লেখ করেন।

বৈঠকে আলজেরিয়ার দুই নেতা আরও বলেন, তাইওয়ান ইস্যু চীনের অভ্যন্তরীণ ব্যাপার, তাইওয়ান চীনের ভূখণ্ডের একটি অবিচ্ছেদ্য অংশ। আলজেরিয়া তথাকথিত ‘স্বাধীন তাইওয়ান’ ধারণাসংশ্লিষ্ট সে-কোনো ধরনের কার্যক্রমের বিরোধিতা করে এবং চীনের একীকরণকে সমর্থন করে।

(তুহিনা/আলিম/মুক্তা)