তামাকের ব্যবহার বিশ্বব্যাপী হ্রাস পাচ্ছে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা
2024-01-17 19:04:21

জানুয়ারি ১৭: বিশ্ব স্বাস্থ্য সংস্থা মঙ্গলবার "২০০০ থেকে ২০৩০ পর্যন্ত বৈশ্বিক তামাক ব্যবহারের প্রবণতা প্রতিবেদন" প্রকাশ করেছে। যেখানে বলা হয়েছে যে, বিশ্বব্যাপী তামাক ব্যবহারের হার ক্রমাগত হ্রাস পাচ্ছে।

প্রতিবেদন অনুসারে, ২০২২ সালের তথ্যে দেখা যায় যে, বিশ্বব্যাপী তামাকের ব্যবহার অব্যাহত কমছে, বিশ্বব্যাপী প্রতি পাঁচজনের মধ্যে একজন প্রাপ্তবয়স্ক ধূমপায়ী রয়েছে। ২০০০ সালে ছিল তিনজনের মধ্যে একজন। ২০২২ সালে, বিশ্বব্যাপী আনুমানিক ১.২৪৫ বিলিয়ন প্রাপ্তবয়স্ক তামাক ব্যবহারকারী ছিল। যার মধ্যে ১ বিলিয়নেরও বেশি পুরুষ তামাক ব্যবহারকারী এবং আনুমানিক ২২৪ মিলিয়ন নারী তামাক ব্যবহারকারী।

প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালের মধ্যে বিশ্বে প্রাপ্তবয়স্ক তামাক ব্যবহারকারীর সংখ্যা ১.২ বিলিয়নে নেমে আসতে পারে।

প্রতিবেদনে বলা হয়, বেশিরভাগ দেশে ১৩ থেকে ১৫ বছর বয়সী কিশোর-কিশোরীদের মধ্যে তামাক ও নিকোটিন পণ্যের ব্যবহার দেখা যায়। ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে এবং তামাকের ব্যবহার হ্রাস করতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবারের ‘বিশ্ব তামাকমুক্ত দিবসের’ থিম নির্বাচন করেছে- "তামাক শিল্প থেকে শিশুদের সুরক্ষা।"

(ইয়াং/তৌহিদ/ছাই)