২০২৩ সালে চীনের সিপিআই আগের বছরের তুলনায় ০.২ শতাংশ বেড়েছে
2024-01-17 19:23:18

জানুয়ারি ১৭: ২০২৩ সালে চীনের ভোক্তা মূল্য সূচক বা সিপিআই আগের বছরের চেয়ে ০.২ শতাংশ বেড়েছে। আজ (বুধবার) চীনের রাষ্ট্রীয় পরিষদের তথ্য কার্যালয়ের প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।

জানা গেছে বিভাগ অনুসারে খাদ্য, তামাক ও অ্যালকোহলের দাম ০.৩ শতাংশ বেড়েছে। নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র ও সেবার দাম বেড়েছে ০.১ শতাংশ। পরিবহন ও যোগাযোগের দাম ২.৩ শতাংশ কমেছে। শিক্ষা, সংস্কৃতি ও বিনোদনের দাম ২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। স্বাস্থ্যসেবার দাম বেড়েছে ১.১ শতাংশ। অন্যান্য সরবরাহ ও পরিষেবার দাম বেড়েছে ৩.২ শতাংশ।  খাদ্য ও জ্বালানি সম্পদের দাম ছাড়া মূল সিপিআই ০.৭ শতাংশ বেড়েছে।

(ছাই/তৌহিদ)