এক-চীন নীতি জনগণের আকাঙ্ক্ষা ও সময়ের প্রবণতা: বেইজিং
2024-01-16 19:56:08

জানুয়ারি ১৬: নাউরু সরকার চীনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুনরুদ্ধারের সিদ্ধান্ত নিয়েছে। এতে পুনরায় প্রতিফলিত হয়েছে যে, এক-চীন নীতি জনগণের আকাঙ্ক্ষা ও সময়ের প্রবণতা। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং আজ (মঙ্গলবার) বেইজিংয়ে আয়োজিত নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেছেন।

মুখপাত্র বলেন, সার্বভৌম দেশটির স্বাধীনভাবে নেওয়া সিদ্ধান্তের বিষয়ে যুক্তরাষ্ট্র স্পষ্টতই দায়িত্বজ্ঞানহীন মন্তব্য করেছে এবং চীনের কূটনৈতিক সাফল্য নিয়ে অপবাদ দিয়েছে। এটি গুরুতরভাবে এক-চীন নীতি ও চীন-মার্কিন তিনটি যৌথ ইস্তাহারের লঙ্ঘন, চীনের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ এবং আন্তর্জাতিক সম্পর্কের মৌলিক নীতির লঙ্ঘন। চীন দৃঢ়ভাবে এর বিরোধিতা করে।

তাইওয়ান কর্তৃপক্ষের বক্তব্য সম্পর্কে মাও নিং বলেন, বিশ্বের ১৮২টি দেশ এক-চীন নীতিতে চীনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক গড়ে তুলেছে। নাউরু’র চীনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুনরুদ্ধারের সিদ্ধান্ত হলো নিজের স্থায়ী কল্যাণের সঙ্গে জড়িত সঠিক সিদ্ধান্ত। এক-চীন নীতিকে চ্যালেঞ্জ করা হলো আন্তর্জাতিক ব্যবস্থাকে চ্যালেঞ্জ করা এবং অবশ্যই আন্তর্জাতিক সমাজ এর বিরোধিতা করবে।

(ছাই/তৌহিদ)