চীনা বৈশিষ্ট্যময় আর্থিক উন্নয়নের পথ অনুসরণ করতে হবে: সি চিন পিং
2024-01-16 19:54:37

জানুয়ারি ১৬: মঙ্গলবার সকালে সেন্ট্রাল পার্টি স্কুলে প্রাদেশিক ও মন্ত্রী পর্যায়ে নেতৃস্থানীয় ক্যাডারদের জন্য উচ্চ-মানের আর্থিক উন্নয়ন প্রচারের একটি বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়। প্রেসিডেন্ট সি চিন পিং উদ্বোধনী অনুষ্ঠানে একটি গুরুত্বপূর্ণ বক্তৃতা দেন। তিনি জোর দিয়ে বলেন যে, চীনা বৈশিষ্ট্যের সাথে আর্থিক উন্নয়নের পথ শুধুমাত্র আধুনিক আর্থিক উন্নয়নের আইন অনুসরণ করে না, পাশাপাশি স্বতন্ত্র বৈশিষ্ট্যও রয়েছে; যা চীনের জাতীয় অবস্থার জন্য উপযুক্ত এবং পশ্চিমা আর্থিক মডেল থেকে ভিন্ন। চীনকে অবশ্যই আত্মবিশ্বাসে বলীয়ান হতে হবে এবং এ রাস্তাকে আরও প্রশস্ত ও উন্নয়নের চেষ্টা করতে হবে বলে উল্লেখ করেন জনাব সি।

সি চিন পিং জোর দিয়ে বলেছেন যে, একটি শক্তিশালী অর্থনীতির দেশের একটি শক্তিশালী আর্থিক ভিত্তি থাকা উচিত, বিশ্বের-নেতৃস্থানীয় অর্থনৈতিক শক্তি, বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত শক্তি এবং বিস্তৃত জাতীয় শক্তি থাকা উচিত। এ ছাড়া মূল আর্থিক উপাদানগুলির একটি সিরিজের অধিকারী হওয়া উচিত। যেমন: একটি শক্তিশালী মুদ্রা, একটি শক্তিশালী কেন্দ্রীয় ব্যাংক, শক্তিশালী আর্থিক প্রতিষ্ঠান, একটি শক্তিশালী আন্তর্জাতিক আর্থিক কেন্দ্র, শক্তিশালী আর্থিক তত্ত্বাবধান, এবং একটি শক্তিশালী আর্থিক প্রতিভাবান দল ।

সি চিন পিং উল্লেখ করেন যে, আর্থিক ঝুঁকি, বিশেষ করে পদ্ধতিগত ঝুঁকি প্রতিরোধ ও সমাধানের চেষ্টা করা উচিত। বাজারে প্রবেশ, বিচক্ষণ তত্ত্বাবধান এবং আচরণগত তত্ত্বাবধানের সব দিকে আর্থিক তত্ত্বাবধান নিশ্চিত করতে কঠোর আইন প্রয়োগ করতে হবে।

সি চিন পিং জোর দিয়ে বলেন, বহির্বিশ্বের জন্য উন্মুক্তকরণ বাড়ানো, চীনের আর্থিক সংস্থান বরাদ্দের দক্ষতা ও সক্ষমতা উন্নত করতে হবে।

তিনি আরও বলেন, উচ্চ-মানের আর্থিক উন্নয়নের প্রচার এবং একটি আর্থিক শক্তি গড়ে তুলতে, আমাদের অবশ্যই আইনের শাসন ও নৈতিকতার শাসনের সংমিশ্রণ মেনে চলতে হবে এবং সক্রিয়ভাবে চীনা বৈশিষ্ট্যের একটি আর্থিক সংস্কৃতি গড়ে তুলতে হবে।

(ইয়াং/তৌহিদ/ছাই)