যুক্তরাষ্ট্রের উচিত তাইওয়ান ইস্যুর উচ্চ সংবেদনশীলতা স্বীকার করা এবং অবিলম্বে চীনের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ বন্ধ করা: চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়
2024-01-16 19:35:53

জানুয়ারি ১৬: সম্প্রতি মার্কিন প্রতিনিধি পরিষদে ‘তাইওয়ানের বিরুদ্ধে বৈষম্যহীন আইন’ গৃহীত হয়েছে; যাতে মার্কিন অর্থমন্ত্রীকে আন্তর্জাতিক মুদ্রা তহবিলে মার্কিন প্রভাব ব্যবহার করে সংস্থাটিতে তাইওয়ানকে অন্তর্ভুক্ত করা যায়। এ সম্পর্কে আজ (মঙ্গলবার) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বেইজিংয়ে অনুষ্ঠিত এক নিয়মিত সাংবাদিক সম্মেলনে বলেন, যুক্তরাষ্ট্রের তথাকথিত বিল চীনের অভ্যন্তরীণ বিষয়ে ব্যাপক হস্তক্ষেপ করেছে, তাইওয়ান ইস্যু দিয়ে রাজনৈতিক কারসাজি করার অপচেষ্টা করেছে। চীন এতে দৃঢ়ভাবে অসন্তুষ্ট এবং এর তীব্র বিরোধিতা করে। চীন ইতোমধ্যে যুক্তরাষ্ট্রকে কঠোর মনোভাব দেখিয়েছে।

 

মুখপাত্র মাও নিং জোর দিয়ে বলেন, অর্ধ শতাব্দীরও বেশি সময় ধরে জাতিসংঘ ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলসহ সংশ্লিষ্ট বিশেষ সংস্থা এবং অন্যান্য আন্তর্জাতিক ও আঞ্চলিক সংস্থা এক-চীন নীতিতে অবিচল রয়েছে। যে কোনো সমস্যা এক-চীন নীতির অধীনে সমাধান করতে হবে বলে জানায় চীন।

 (ওয়াং হাইমান/তৌহিদ/ছাই)