‘যেখানে বাতাস আছে’
2024-01-16 14:25:39

প্রিয় শ্রোতাবন্ধুরা, আপনারা কেমন আছেন? বেইজিং থেকে চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান ‘সুরের ধারায়’ আপনাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি আমি শুয়েই ফেইফেই।

প্রতি সপ্তাহের এ সময়টা আমার কাছে খুব আনন্দের ও সৌভাগ্যের। কারণ, এ সময় আমি আপনাদের সঙ্গে সংগীতের মাধ্যমে মনের কিছু কথা বলতে পারি। বেইজিং ও বাংলাদেশের মধ্যে ভৌগোলিক দূরত্ব অনেক বেশি হলেও সংগীতের কোনো সীমানা নেই। আপনাদের সঙ্গে সুন্দর গান শুনতে শুনতে মনে হয়, আমি যেন আপনাদের সঙ্গেই আছি। এটি আমার জন্য খুব সুন্দর মুহূর্ত। আচ্ছা, আপনারা কি প্রস্তুত? চলুন তাহলে, আমার সঙ্গে প্রবেশ করুন গানের ভুবনে।

 

বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের খুব জনপ্রিয় কণ্ঠশিল্পী হুয়া থুং-এর সঙ্গে পরিচয় করিয়ে দেবো এবং তার কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনাবো।

হুয়া থুং, তিনি চীনের ইউননান প্রদেশের কুন মিং শহরে জন্মগ্রহণ করেছেন। তিনি হলেন চীনের মূল ভূভাগের পপ সংগীত মহলের একজন নারী কণ্ঠশিল্পী।

২০১৩ সালে হুয়া থুং চীনের কেন্দ্রীয় টেলিভিশন সিসিটিভি’র সংগীতানুষ্ঠান ‘সিংকুয়াংতাতাও’তে যোগ দেন এবং মাসিক অনুষ্ঠানে চ্যাম্পিয়ন হন। ২০১৭ সালে হুয়া থুং আনুষ্ঠানিকভাবে সংগীত কোম্পানির সঙ্গে চুক্তি স্বাক্ষর করে সংগীতজগতে পা রাখেন।

বন্ধুরা, এখন শুনুন হুয়া থুং-এর গান ‘যেখানে বাতাস আছে’। গানের কথাগুলো এমন: অনেক রাত ছিল, আমার ফোন কয়েকবার ফ্ল্যাশ করে। বার্তাটি এখনও দেওয়া হয়নি। চ্যাট বক্সে একজন ব্যক্তির কথোপকথন। আমি যাকে ভালোবাসি সে কোথায় হারিয়ে যায়? কারো মনে কোনো দাগ নেই? আফসোস মানুষের মুখ দিয়ে যায় না। তুমি ঠিক আছো তুমি ঠিক আছো? আমরাও হাত ধরেছি, মনে আছে? আমি বাতাসের সাথে একটি জায়গায় যেতে চাই । তুমি যা বলো তা শুনতে চাই।

আচ্ছা, শুনুন এই গানটি।

 

প্রিয় বন্ধুরা, এখন শুনুন হুয়া থুং-এর গান ‘জীবনটি পার হয়েছে দশ হাজার পাহাড় ও নদী’। গানের কথায় বলা হয়, নৌকা দশ হাজার পাহাড় পার হয়েছে। সঠিক ও ভুল সব শান্ত এবং পরিষ্কার। বলো না এই পৃথিবীতে জীবনের রাস্তা খুব কঠিন। এমন কোনো ঘটনা নেই যা অতিক্রম করা যাবে না। নৌকা দশ হাজার পাহাড় পার হয়েছে। সঠিক-ভুল সব মিলিয়ে যায়। সামনের রাস্তাটি দীর্ঘ ও উজ্জ্বল। জীবন নিজেকে পুঙ্খানুপুঙ্খভাবে উপভোগ করা গর্বিত। পিছনে ফিরে দেখি, আমার জীবনের অর্ধেক শেষ। সামনে তাকাই, সূর্য ও চাঁদ এখনও ঘুরছে।

আচ্ছা, শুনুন এই গানটি।

 

প্রিয় বন্ধুরা, এখন শুনুন হুয়া থুং-এর গান ‘অভিনেতার কথা’। গানের কথায় বলা হয়, এই সমৃদ্ধ যুগ, সেই কামুক শব্দ। যখন ফোল্ডিং পাখা খোলে, তখন পৃথিবী আরও শিথিল ও অনিয়ন্ত্রিত হয়। তুমি আর আমি প্রতারক, সে হেসে অভিশাপ দিল। মঞ্চে মৃদু গান গাইছে কে? নাটকে সত্য ও মিথ্যা প্রেম আলাদা করা কঠিন। শ্রোতাদের মধ্যে কে মৃদু দীর্ঘশ্বাস ফেলল! ওহ, সংসারের সুখ-দুঃখ যেন ঠাট্টার মতো। মঞ্চে মৃদু গান গাইছে কে?

আচ্ছা, শুনুন গানটি।

 

বন্ধুরা, সুন্দর গান শুনতে শুনতে অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এলাম, বিদায় দেওয়ার আগে আপনাদের শোনাচ্ছি হুয়া থুং-এর আরেকটি গান, গানের নাম ‘এই জীবনকে নাটকের সঙ্গে তুলনা করা যায় না’। আশা করি গানটি আপনাদের ভালো লাগবে।

 

শ্রোতাবন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের জনপ্রিয় কণ্ঠশিল্পী হুয়া থুং-এর সঙ্গে পরিচয় করিয়ে দিলাম এবং তাঁর কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনালাম। আশা করি, গানগুলো আপনাদের ভালো লেগেছে। আজকের অনুষ্ঠান এখানেই শেষ হলো। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। পরের আসরে আবারও কথা হবে।

(শুয়েই/তৌহিদ/সুবর্ণা)