যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনের প্রাথমিক বাছাই অনুষ্ঠিত, জয়ী হতে পারেন ট্রাম্প
2024-01-16 19:53:54

জানুয়ারি ১৬: মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্য-পশ্চিমাঞ্চলের সময় সোমবার সন্ধ্যায় আইওয়াতে রিপাবলিকান ককাস অনুষ্ঠিত হয়েছে। এটি ২০২৪ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম ধাপ। অনেক মার্কিন গণমাধ্যমের হিসাব অনুযায়ী সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রাথমিক নির্বাচনে জয়ী হতে পারেন।

আইওয়া ককাসে জাতিসংঘে যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত নিকি হ্যালি ও ফ্লোরিডার গভর্নর রন ডিস্যান্টিসের সঙ্গে লড়াই করছেন ট্রাম্প।

ডেমোক্রেটিক পার্টির হয়ে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন পুনরায় নির্বাচনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন। বাইডেনকে প্রতিস্থাপনের জন্য দলের মধ্যে প্রতিদ্বন্দ্বীদের সুযোগ নেই বলা চলে, ডেমোক্র্যাটিক পার্টির প্রাথমিক নির্বাচন মূলত আনুষ্ঠানিকতা। পার্টির প্রাথমিক নির্বাচন ৩ ফেব্রুয়ারি দক্ষিণ ক্যারোলিনায় অনুষ্ঠিত হবে।

প্রাথমিক নির্বাচন হল মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম পর্যায়, যে সময় ডেমোক্রেটিক এবং রিপাবলিকান দলের প্রার্থীরা তাদের নিজ নিজ দলের প্রেসিডেন্ট পদের প্রার্থী মনোনয়নের জন্য প্রতিদ্বন্দ্বিতা করে। প্রাইমারি শেষে, দুই দল আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট প্রার্থীদের মনোনয়নের জন্য তাদের নিজস্ব জাতীয় সম্মেলন করবে। এবারের মার্কিন নির্বাচনের ভোটের দিন ৫ নভেম্বর।

সেন্টার ফর পাবলিক অ্যাফেয়ার্স রিসার্চের প্রকাশিত সাম্প্রতিক জরিপে দেখা গেছে, আমেরিকান গণতন্ত্রের প্রতি মার্কিন জনগণের আস্থা খুব কম। জরিপকৃতদের মধ্যে, ৮৭% ডেমোক্র্যাট বিশ্বাস করেন যে ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসাবে পুনঃনির্বাচিত হলে দেশের গণতন্ত্র দুর্বল হয়ে পড়বে; ৮২% রিপাবলিকান বাইডেনের পুনঃনির্বাচনের বিষয়ে একমত পোষণ করেন।

(ইয়াং/তৌহিদ/ছাই)