গাজা ইস্যুতে চীন-আরব লীগ যৌথ বিবৃতি
2024-01-15 11:10:50

জানুয়ারি ১৫: গাজা ইস্যুতে চীন ও আরব লীগ যৌথ বিবৃতি দিয়েছে। গতকাল (রোববার) আরব লীগের মহাসচিব আহমেদ আবু গিতের সঙ্গে চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র বৈঠকশেষে এ বিবৃতি প্রকাশ করা হয়।

যৌথ বিবৃতিতে গাজা ইস্যুতে মোট ৮-দফা প্রস্তাব পেশ করা হয়। বিবৃতিতে বলা হয়: প্রথমত, সার্বিক যুদ্ধবিরতি কার্যকর করতে হবে, গাজা ইস্যুতে জাতিসংঘে গৃহীত প্রস্তাব সার্বিকভাবে বাস্তবায়ন করতে হবে, এবং যেকোনো বেসামরিক নাগরিকের বিরুদ্ধে হিংসাত্মক তত্পরতা ও আন্তর্জাতিক আইন লঙ্ঘনকারী আচরণ বন্ধ করতে হবে; দ্বিতীয়ত, আন্তর্জাতিক সমাজের উচিত যুদ্ধবিরতির জন্য ইতিবাচক ভুমিকা রাখা এবং প্রভাবশীল দেশগুলোর উচিত আরও ন্যায়সংগত ও গঠনমূলক ভুমিকা পালন করা; তৃতীয়ত, ফিলিস্তিনের ভবিষ্যত নির্ধারণের দায়িত্ব ফিলিস্তিনিদের হাতে ছেড়ে দিতে হবে; ফিলিস্তিনে বিভিন্ন দলের অংশগ্রহণে সহনশীল জাতীয় সংলাপ আয়োজন জরুরি; চতুর্থত, ‘দুই রাষ্ট্র’ প্রস্তাব হবে গাজা এলাকা ও জর্দান নদীর পশ্চিম তীরের ফিলিস্তিনিদের ভাগ্যের সাথে জড়িত নীতিমালার ভিত্তি, যাতে ফিলিস্তিনিদের স্বশাসন ও স্বাধীন রাষ্ট্র গঠনের অধিকার নিশ্চিত করা যায়; পঞ্চমত, ফিলিস্তিন ইস্যুর সার্বিক, ন্যায়সংগত ও দীর্ঘস্থায়ী সমাধানের জন্য বাস্তব প্রচেস্টা চালাতে হবে; ফিলিস্তিনকে জাতিসংঘের আনুষ্ঠানিক সদস্যদেশ হিসেবে অন্তর্ভুক্তি সমর্থন করতে হবে; জাতিসংঘের সংশ্লিষ্ট প্রস্তাব ও  ১৯৬৭ সালের সীমান্তনীতির ভিত্তিতে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনে সমর্থন দেওয়া উচিত; ষষ্ঠত, লোহিত সাগর পরিস্থিতিতে  উদ্বিগ্ন চীন ও আরব লীগ; ইয়েমেনের সার্বভৌমত্ব ও ভূভাগের অখণ্ডতাকে সম্মান করার পাশাপাশি এতদঞ্চলের আন্তর্জাতিক ব্যবসা রুটের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি; সপ্তমত, ‘দুই রাষ্ট্র’ প্রস্তাব বাস্তবায়নে যত দ্রুত সম্ভব আন্তর্জাতিক শান্তি সম্মেলন আয়োজন করতে হবে; অষ্টমত, গাজার সার্বিক মানবিক সংকট এড়াতে আরব লীগের সকল পদক্ষেপ ও প্রচেষ্টার প্রশংসা করে চীন; গাজার সংঘর্ষ প্রশমন, যুদ্ধবিরতি বাস্তবায়ন ও ফিলিস্তিনিদের ন্যায়সংগত কার্যক্রমে চীনের প্রয়াস এবং ফিলিস্তিন ও ইসরাইলের সংঘর্ষ বন্ধে চীনের প্রস্তাবের প্রশংসা করে আরব লীগ। (সুবর্ণা/আলিম/মুক্তা)