তাইওয়ানের নির্বাচন চীনের অভ্যন্তরীণ বিষয় এবং তাতে চীনের মৌলিক বাস্তবতা পরিবর্তন হবে না: চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়
2024-01-15 19:17:49

জানুয়ারি ১৫: চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং আজ (সোমবার) বেইজিংয়ে অনুষ্ঠিত এক নিয়মিত সাংবাদিক সম্মেলনে বলেছেন, তাইওয়ানের নির্বাচন চীনের অভ্যন্তরীণ বিষয়। নির্বাচনের ফলাফল যাই হোক না কেন, এটি মূল বাস্তবতাকে পরিবর্তন করতে পারে না; তাইওয়ান চীনের অংশ এবং তা কখনও পরিবর্তন হবে না।

তিনি জোর দিয়ে বলেন, ‘তাইওয়ানের নির্বাচন চীনের স্থানীয় বিষয়। এক-চীন নীতি হল বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন ও বিকাশের জন্য চীনের রাজনৈতিক ভিত্তি। এটি আন্তর্জাতিক সম্পর্কের একটি স্বীকৃত নিয়ম এবং আন্তর্জাতিক সমাজের সাধারণ ঐকমত্য’।

 

চীন কিছু দেশগুলোর বিবৃতি ও 'অভিনন্দনের' জবাবে বলেছে যে, আন্তর্জাতিক সমাজের কেউ এক-চীন নীতি লঙ্ঘন করলে তা চীনের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ গণ্য হবে এবং তা চীনের সার্বভৌমত্ব লঙ্ঘন। চীনা জনগণ এবং  আন্তর্জাতিক সমাজ যৌথভাবে এর প্রতিবাদ জানাবে।

(ওয়াং হাইমান/তৌহিদ/ছাই)