চীনের তাইওয়ানের সঙ্গে ‘কূটনৈতিক সম্পর্ক ছিন্ন’ করেছে নাউরু, বেইজিংয়ের অভিনন্দন
2024-01-15 17:52:12

জানুয়ারি ১৫: সম্প্রতি নাউরু সরকার চীনের তাইওয়ানের সঙ্গে তথাকথিত কূটনৈতিক সম্পর্ক বিচ্ছিন্ন করার ঘোষণা করেছে এবং চীনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক গড়ে তোলার আশা প্রকাশ করেছে। এ সম্পর্কে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, চীন নাউরু সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানায় ও প্রশংসা করে।

মুখপাত্র বলেন, বিশ্বে একটিমাত্র চীন আছে, তাইওয়ান হলো চীনের অবিচ্ছিন্ন অংশ। গণপ্রজাতন্ত্রী চীন সরকার হলো চীনের একমাত্র বৈধ সরকার। এটি জাতিসংঘ সাধারণ পরিষদের ২৭৫৮ নম্বর ধারায় লেখা হয়েছে এবং আন্তর্জাতিক সমাজের সাধারণ মতৈক্য। এক চীন নীতির ভিত্তিতে চীন ১৮২টি দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক গড়ে তুলেছে। নাউরু সরকার চীনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুনরুদ্ধারে আবারও সম্পূর্ণরূপে প্রমাণিত হয়েছে যে, এক চীন নীতি জনগণের আকাঙ্ক্ষা ও সাধারণ প্রবণতা।

(ছাই/তৌহিদ)