তাইওয়ানের নির্বাচন চীনের অভ্যন্তরীণ ব্যাপার: ওয়াং ই
2024-01-15 11:23:02

জানুয়ারি ১৫: তাইওয়ান চীনের একটি অবিচ্ছেদ্য অংশ এবং তাইওয়ানের নির্বাচন চীনের অভ্যন্তরীণ ব্যাপার; নির্বাচনের ফলাফল যা-ই হোক না কেন, ‘এক-চীননীতি’-তে কোনো পরিবর্তন ঘটবে না। চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই গতকাল (রোববার) মিসরে এক প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন।

ওয়াং ই বলেন, আন্তর্জাতিক সমাজে ‘এক-চীননীতি’ একটি স্বীকৃত বিষয়। তাইওয়ান চীনের একটি অংশ ছিল, আছে, এবং ভবিষ্যতেও থাকবে। তাইওয়ানকে চীনের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন করার যে-কোনো প্রচেষ্টা কঠোরভাবে দমন করা হবে। আর, আন্তর্জাতিক সম্প্রদায়ের কেউ যদি ‘এক-চীননীতি’ লঙ্ঘন করে, তবে তা হবে চীনের অভ্যন্তরীণ ব্যাপারে সরাসরি হস্তক্ষেপ ও চীনের সার্বভৌমত্বের লঙ্ঘন। চীনা  জনগণ তা কখনও মেনে নেবে না।

তিনি আরও বলেন, তথাকথিত ‘স্বাধীন তাইওয়ান’ ধারণা তাইওয়ানের বাসিন্দা, চীনের মৌলিক স্বার্থ, ও তাইওয়ান প্রণালীর শান্তি ও স্থিতিশীলতার জন্য মারাত্মক ক্ষতিকর। চীন বিশ্বাস করে, আন্তর্জাতিক সমাজ ‘এক-চীননীতি’ অনুসরণ করে যাবে এবং তাইওয়ানের বিচ্ছিন্নতাবাদীদের বিরোধিতা করে, চীনের পুনরেকত্রীকরণের কাজকে সমর্থন দিয়ে যাবে। 

(তুহিনা/আলিম/মুক্তা)