হোদেইদাহে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য বিমান হামলা চালিয়েছে: হুথি
2024-01-15 18:22:25

জানুয়ারি ১৫: রোববার ইয়েমেনের হুথি সশস্ত্র বাহিনী নিয়ন্ত্রিত মাসিরা টিভি স্টেশনের একটি প্রতিবেদনে বলা হয়, মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সেদিন হুথি সশস্ত্র বাহিনী নিয়ন্ত্রিত লোহিত সাগরের শহর হোদেইদাহতে বিমান হামলা চালিয়েছে।

খবরে বলা হয়, হোদেইদাহের উত্তরে পাহাড়ি এলাকা বিমান হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। যুক্তরাষ্ট্র ও ব্রিটিশ যুদ্ধবিমানগুলি বিমান হামলার পরেও শহরটির চারপাশে ঘুরছিল।

হুথি সশস্ত্র বাহিনীর নিযুক্ত হোদেইদাহ প্রদেশের "ডেপুটি গভর্নর" আলী আহমেদ কাশার ১৩ তারিখে গণমাধ্যমে এক সাক্ষাত্কারে বলেছিলেন যে, যুক্তরাষ্ট্র ও ব্রিটিশ বিমান বাহিনীর ড্রোন সকাল থেকে হোদেইদাহ শহরের উপর দিয়ে উড়ছিল।

হোদেইদাহ লোহিত সাগরের উপকূলে অবস্থিত এবং ইয়েমেনের বৃহত্তম বন্দরের একটি হল হোদেইদাহ বন্দর। বন্দরটি ২০১৪ সাল থেকে হুথি সশস্ত্র বাহিনী নিয়ন্ত্রণ করছে এবং তা হুথি নিয়ন্ত্রিত এলাকায় মানবিক সহায়তা এবং বাণিজ্যিক সরবরাহ প্রবেশের প্রধান প্রবেশদ্বার।

 (ইয়াং/তৌহিদ/ছাই)