ফিলিস্তিন ইস্যুতে চীন-মিশর যৌথ বিবৃতি
2024-01-15 19:16:18

জানুয়ারি ১৫: গতকাল (রোববার) চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর সদস্য এবং পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই তাঁর মিশর সফরের সময় কায়রোতে মিশরের পররাষ্ট্রমন্ত্রী শোকরির সঙ্গে আলোচনা করেছেন। দু’পক্ষ ফিলিস্তিনি ইস্যুতে মতবিনিময় করেছে এবং মতৈক্যে পৌঁছেছে।

 

বৈঠকের উল্লেখযোগ্য বক্তব্য হলো, অবিলম্বে ব্যাপক যুদ্ধবিরতি করা উচিত, সহিংসতা ও হত্যাকাণ্ড বন্ধ করা উচিত, বেসামরিক ও বেসামরিক স্থাপনার উপর হামলা বন্ধ করা উচিত এবং আন্তর্জাতিক মানবিক আইন, আন্তর্জাতিক মানবাধিকার আইন এবং অন্যান্য আন্তর্জাতিক আইন লংঘনের বিরোধিতা ও নিন্দা জানানো উচিত। গাজা অঞ্চলের মানবিক পরিস্থিতির অবনতি এবং গাজাবাসীর চলমান দুর্ভোগ নিয়ে চীন গভীরভাবে উদ্বিগ্ন। তাই, জাতিসংঘের প্রাসঙ্গিক প্রস্তাবগুলো বাস্তবায়ন করা উচিত।

আন্তর্জাতিক সমাজের উচিত তার দায়িত্ব পালন করা এবং জাতিসংঘের সিদ্ধান্ত অনুযায়ী ‘দুই-রাষ্ট্র সমাধানের’ রূপকল্প বাস্তবায়ন করা।

(ওয়াং হাইমান/তৌহিদ/ছাই)