সুইস কনফেডারেশনের প্রেসিডেন্টের সঙ্গে লি ছিয়াংয়ের ট্রেনভ্রমণ
2024-01-15 11:30:15

জানুয়ারি ১৫: চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং স্থানীয় সময় গতকাল (রোববার) বিকেলে, সুইস কনফেডারেশনের প্রেসিডেন্ট ভায়োলা আমহার্ডের সঙ্গে, বিশেষ ট্রেনযোগে, জুরিখ থেকে বার্নে যান।

এ সময় লি ছিয়াং বলেন, সুইজারল্যান্ডের সাথে চীনের  বন্ধুত্বপূর্ণ সহযোগিতার ইতিহাস সুদীর্ঘকালের। বর্তমানে চীন সার্বিকভাবে চীনা বৈশিষ্ট্যময় আধুনিকায়নের কাজ করে যাচ্ছে।  এ অবস্থায়, চীন সুইজারল্যান্ডের সাথে বিনিময় বাড়াতে, বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক কল্যাণমূলক সহযোগিতা গভীরতর করতে, এবং আরও বেশি বাস্তব সাফল্য অর্জন করতে চায়। পাশাপাশি, স্থানীয় পর্যায়ে ও সাংস্কৃতিক ক্ষেত্রে দ্বিপক্ষীয় বিনিময়ও বাড়াতে আগ্রহী চীন।

তিনি আরও বলেন, বিগত ৪০ বছর ধরে সুইস প্রতিষ্ঠানগুলো চীনের সংস্কার ও উন্মুক্তকরণ প্রক্রিয়ায় অংশগ্রহণ করে আসছে এবং চীনের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রেখেছে। চীন আরও বেশি সুইস প্রতিষ্ঠানকে চীনে বিনিয়োগে আহ্বান জানায়।

জবাবে আমহার্ড বলেন, দু’পক্ষের সহযোগিতার দীর্ঘ ইতিহাস আছে। অনেক সুইস প্রতিষ্ঠান চীনে বিনিয়োগ করে সুফল পেয়েছে ও পাচ্ছে। সুইজারল্যান্ড চীনের সাথে সাংস্কৃতিক বিনিময় জোরদারের মাধ্যমে, দু’দেশের জনগণের মধ্যে সমঝোতা বাড়াতে ও মৈত্রী জোরদার করতে ইচ্ছুক। (প্রেমা/আলিম/শ্যুয়ে)