লোহিত সাগরের উত্তেজনাময় পরিস্থিতিতে চীনা পররাষ্ট্রমন্ত্রীর উদ্বেগ
2024-01-15 10:46:15

জানুয়ারি ১৫: গতকাল (রোববার) কায়রোতে সফররত চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই, মিসরের পররাষ্ট্রমন্ত্রী সামিহা শুকরির সাথে বৈঠকে লোহিত সাগরের উত্তেজনাময় পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করেন।

বৈঠকে ওয়াং ই বলেন, লোহিত সাগর আন্তর্জাতিক পণ্যপরিবহন ও জ্বালানিসম্পদ বাণিজ্যের গুরুত্বপূর্ণ করিডোর। এখানে বেসামরিক জাহাজের ওপর হস্তক্ষেপ বন্ধ করার দাবি করে চীন, যাতে বিশ্বের সরবরাহ-চেইন ও আন্তর্জাতিক বাণিজ্যের শৃঙ্খলা নিশ্চিত করা যায়। অন্যদিকে, নিরাপত্তা পরিষদ কোনো দেশকে ইয়েমেনের বিরুদ্ধে সামরিক শক্তি প্রয়োগের অনুমতি দেয়নি।

তিনি আরও বলেন, লোহিত সাগরের উত্তেজনা গাজার সংঘাত সম্প্রসারণের বহিঃপ্রকাশ। তাই, গাজার সম্পূর্ণ যুদ্ধবিরতি কার্যকর করা অত্যন্ত জরুরি। সংশ্লিষ্ট পক্ষগুলোর উচিত আন্তর্জাতিক আইন অনুসারে লোহিত সাগরের নিরাপত্তা নিশ্চিত করা এবং ইয়েমেনসহ লোহিত সাগরসংলগ্ন দেশগুলোর সার্বভৌমত্ব ও ভূভাগের অখণ্ডতাকে সম্মান করা। (সুবর্ণা/আলিম/মুক্তা)