আর্থ-বাণিজ্যিক সহযোগিতার বিশাল সুযোগ বাহরাইন ও চীনের মধ্যে
2024-01-15 11:37:40

সম্প্রতি চায়না ন্যাশনাল মেশিনারি ইন্ডাস্ট্রি কর্পোরেশন নির্মিত বাহরাইন পূর্ব সিত্রা সাশ্রয়ী মূল্যের আবাসন প্রকল্পের প্রথম পর্বের ১ হাজার ৭৭টি বাড়ি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে। দেশটির যুবরাজ ও প্রধানমন্ত্রী সালমান বিন হামাদ আল-খলিফা এ প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে অংশ নেন। জানা গেছে, আবাসন এলাকায় বৈজ্ঞানিক পৌরপরিকল্পনা রয়েছে এবং আধুনিক নকশার বসবাস ইউনিট গড়ে তোলা হয়েছে, যা অনেক পরিবারের আকাঙ্ক্ষা পূরণ করেছে।

দেশটির বৃহত্তম সামাজিক ক্ষতিপূরণমূলক আবাসন হিসাবে পূর্ব সিত্রা সাশ্রয়ী মূল্যের আবাসন প্রকল্পের প্রথম পর্ব সময়মতো সম্পন্ন ও স্থানান্তর হয়। এটা স্থানীয়দের জীবিকায় সহায়তা দেওয়ার পাশাপাশি বাহরাইনের প্রকল্প বাজারে চীনা প্রতিষ্ঠানের ভাল সুনাম গড়ে তুলেছে।

চীন বাহরানের তৃতীয় বৃহত্তম বাণিজ্যিক অংশীদার দেশ এবং শীর্ষ আমদানি উত্সদেশ। সাম্প্রতিক বছরগুলোতে চীনা প্রতিষ্ঠানগুলো ইতিবাচকভাবে বাহরানের জ্বালানি, আবাসন, টেলিযোগাযোগ, নির্মাণ শিল্পসহ বিভিন্ন অবকাঠামো ও জীবিকা প্রকল্পের নির্মাণ ও বিনিয়োগে অংশ নিয়ে বাহরাইন ‘২০৩০ অর্থনৈতিক উন্নয়ন রূপকল্প’ এবং ‘বেল্ট অ্যান্ড রোড’ উদ্যোগের সঙ্গে সংযুক্তি বেগবান করেছে এবং স্থানীয় অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে সহায়তা দিয়েছে।

বাহরাইনের ‘২০২৩ অর্থনৈতিক উন্নয়ন রূপকল্প’র গুরুত্বপূর্ণ প্রকল্প আল দুর ফেজ-টু গ্যাস পাওয়ার স্টেশনের বিদ্যুৎ উত্পাদন ক্ষমতা দেশটির মোট বিদ্যুৎ উত্পাদনের প্রায় ৩০ শতাংশ। ২০১৮ সালে সেপকো-থ্রি আল দুর ফেজ-টু ১ হাজার ৫৪০-মেগাওয়াট গ্যাসভিত্তিক বিদ্যুৎ প্রকল্প নির্মাণের টেন্ডার জেতে। কোম্পানির স্থানীয় কর্মী ফাতেমা ফসাল বলেন, এখানে চীনা প্রতিষ্ঠান উচ্চমানের সমার্থক শব্দে পরিণত হয়েছে।

সম্প্রতি ২০২৩ সালে হুয়াওয়ে তথ্য ও টেলিযোগাযোগ প্রযুক্তিবিদ প্রতিযোগিতার মধ্যপ্রাচ্য ও মধ্য-এশিয়া অঞ্চলের ফাইনাল বাহরাইন বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। কার্যক্রমটির লক্ষ্য হলো প্রতিযোগিতায় অংশ নেওয়া যুব ছাত্রদের জন্য ফাইভ-জি ও কৃত্রিম বৃদ্ধিমত্তাসহ তাত্ত্বিক অধ্যয়ন এবং দক্ষতা অনুশীলন সুযোগ যোগানো। দেশটির মানবতা ও যুব বিষয়ক প্রতিনিধি নাসের বলেন, বাহরাইন আজীবন প্রশিক্ষণ ও শিক্ষা ক্যারিয়ার উন্নয়নের উপর গুরুত্ব দেয় এবং যুবকদের ভবিষ্যতের ওপর মনোযোগ দেয়। হুয়াওয়ে কোম্পানি সংশ্লিষ্ট প্রতিযোগিতা আয়োজন করে, যা দু’পক্ষের দীর্ঘমেয়াদী সহযোগিতার জন্য সুষ্ঠু ভিত্তি স্থাপন করে।

“বাহরাইন উপসাগরীয় সহযোগিতা পরিষদের গুরুত্বপূর্ণ সদস্যগুলোর অন্যতম। ইতিবাচকভাবে চীনের সঙ্গে সহযোগিতায় অংশ নেওয়ার পাশাপাশি দু’পক্ষের অবাধ বাণিজ্য চুক্তি আলোচনার প্রক্রিয়া বেগবান করেছে দেশটি। বাহরাইনের অর্থনৈতিক উন্নয়ন কমিটির প্রধান নির্বাহী কর্মকর্তা খালিদ হুমাইদান বলেন, দেশটি অব্যাহতভাবে বিদেশি বিনিয়োগ সংক্রান্ত আইন সুসংহত করছে, বেশ কিছু সুবিধার নীতি প্রণয়ন করেছে এবং ধারাবাহিকভাবে বিদেশি বিনিয়োগের পরিবেশ সুবিন্যস্ত করেছে। বাহরাইন চীনা প্রতিষ্ঠানসহ বিশ্বের প্রতিষ্ঠানগুলোর সঙ্গে ব্যাপক সহযোগিতার প্রত্যাশা করে।

২০২৪ সাল বাহরাইন ও চীনের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৩৫তম বার্ষিকী। খালিদ হুমাইদান বলেন, কয়েক যুগ ধরে, চীনের অর্থনৈতিক উন্নয়ন চীনা বৈশিষ্ট্যময় আধুনিকায়নের জন্য দৃঢ় ভিত্তি স্থাপন করে। বিশ্বের বিভিন্ন দেশ চীনের সঙ্গে সহযোগিতা থেকে উপকার লাভ করে। চীনের প্রতিযোগিতায় সক্ষম বৃহৎ প্রতিষ্ঠান আছে। বাহরাইন আরও বেশি চীনা প্রতিষ্ঠানের সঙ্গে সহযোগিতা করতে চায়। দুদেশের মধ্যে আর্থ-বাণিজ্যিক সহযোগিতার বিশাল সুযোগ হবে। (প্রেমা/রহমান)