মার্কিন বিমান হামলার নিন্দা করেছেন ইরানের প্রেসিডেন্ট
2024-01-15 19:03:31

জানুয়ারি ১৫: ইরানের বার্তাসংস্থার খবরে বলা হয়, ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি গত রোববার ইয়েমেনে হুথি সশস্ত্র বাহিনীর "সুপ্রিম পলিটিক্যাল কাউন্সিলের" চেয়ারম্যান মেহেদি মাশাতের সাথে ফোনে কথা বলেছেন। তিনি ইয়েমেনের উপর মার্কিন বিমান হামলার নিন্দা করেছেন।

রাইসি বলেন যে, ওয়াশিংটনের পদক্ষেপ তার "আক্রমণাত্মক ও মানবাধিকার-বিরোধী চরিত্রের বহিঃপ্রকাশ করেছে।" তিনি আন্তর্জাতিক নৌ-চালনার নিরাপত্তা রক্ষার গুরুত্বের উপরও জোর দিয়েছেন। মাশাত "নিষ্ঠুর" ইসরায়েলি শাসন এবং গাজা উপত্যকার জনগণের প্রতি তার সমর্থনের দৃঢ় বিরোধিতা প্রকাশ করেছেন।

১৪ তারিখে তেহরানে অনুষ্ঠিত একটি আন্তর্জাতিক সম্মেলনে রাইসি  বলেন যে, ইরান ফিলিস্তিনকে অব্যাহত সমর্থন দিয়ে যাবে।

ইরানের ফারস নিউজ এজেন্সি অনুযায়ী, ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলের অপরাধের প্রতিবাদে রোববার হাজার হাজার আইনবিদ, আইনজীবী এবং বিচার বিভাগীয় কর্মকর্তারা ইরানে সমাবেশ করেন।

(ইয়াং/তৌহিদ/ছাই)