এটি আবারও সম্পূর্ণরূপে প্রমাণিত হয়েছে যে এক-চীন নীতি জনগণের আকাঙ্ক্ষা এবং সাধারণ প্রবণতা।
2024-01-15 17:44:57

জানুয়ারি ১৫: আঞ্চলিক সার্বিক অর্থনৈতিক অংশীদারি চুক্তি বা আরসিইপি কার্যকর হওয়ার দুই বছরে তা আঞ্চলিক বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এটি সংশ্লিষ্ট দেশগুলোর অর্থনৈতিক উন্নয়নের জন্য বিরাট সুযোগ সৃষ্টি করেছে। কম্বোডিয়ার বাণিজ্য মন্ত্রণালয়ের রাষ্ট্রীয় মহাসচিব ও মুখপাত্র বিনসোভিজি সম্প্রতি সাংবাদিককে এ কথা বলেছেন।

তিনি বলেন, বর্তমান বিশ্বে সংরক্ষণবাদ ও একতরফাবাদ উত্থানের পটভূমিতে আরসিইপি কার্যকরভাবে বহুপক্ষবাদ ও অবাধ বাণিজ্য ব্যবস্থার উন্নয়ন সুরক্ষা করছে। এটি সদস্য দেশগুলোর জন্য বিরাট কল্যাণ বয়ে এনেছে।

তিনি মনে করেন, কম্বোডিয়ার জন্য আরসিইপি স্থায়ী রপ্তানি প্রবৃদ্ধির প্রভাবক এবং আরো প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ আকর্ষণ করেছে। ২০২৩ সালে আরসিইপি’র দেশগুলোতে কম্বোডিয়ার রপ্তানির পরিমাণ ছিল ৩৪.৬ শতাংশ। যা ২০২২ সালের চেয়ে ২৮.৮ শতাংশ বেশি।

(ছাই/তৌহিদ)