যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের ড্রোন হোদেইদাহে 'নিবিড় অনুসন্ধান' করেছে: হুথি
2024-01-14 17:30:32

জানুয়ারি ১৪: ইয়েমেনের হুথি সশস্ত্র বাহিনীর নিযুক্ত হোদেইদাহ প্রদেশের "ডেপুটি গভর্নর" কাশার ১৩ তারিখে বলেন যে, যুক্তরাষ্ট্র ও ব্রিটিশ বিমানবাহিনী গুপ্তচর ড্রোন ব্যবহার করে পশ্চিম ইয়েমেনের বন্দর শহর হোদেইদাহতে "নিবিড় অনুসন্ধান" পরিচালনা করেছে।

ইয়েমেনি গণমাধ্যম এবং বাসিন্দাদের মতে, সেদিন বিকেলে হোদেইদা শহরের উত্তরে একটি বিশাল বিস্ফোরণের শব্দ এবং অ্যাম্বুলেন্সের সাইরেন শোনা গিয়েছিল। প্রত্যক্ষদর্শীরা জানায় যে, বিস্ফোরণের পরে, হুথি সশস্ত্র বাহিনী হোদেইদাহ শহরের অনেক জায়গায় টহল দেওয়ার জন্য প্রচুর সংখ্যক সেনা মোতায়েন করেছিল। কাশার সংবাদমাধ্যমের আগের প্রতিবেদন অস্বীকার করে বলেন যে, হোদেইদাহে সেদিন বিমান হামলা হয়েছিল, কিন্তু বিস্ফোরণের কারণ বা প্রতিক্রিয়া জানা যায়নি।

(ইয়াং/তৌহিদ/ছাই)