গাজায় সামরিক অভিযান অব্যাহত থাকবে: নেতানিয়াহু
2024-01-14 17:29:46

জানুয়ারি ১৪: ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু শনিবার বলেছেন, ইসরায়েল গাজা উপত্যকায় তার সামরিক অভিযান অব্যাহত রাখবে, যতক্ষণ-না তাদের সম্পূর্ণ বিজয় হয়।

১৩ তারিখ সন্ধ্যায় ইসরায়েলের সরকারি প্রেস অফিস থেকে জারি করা এক প্রতিবেদনে বলা হয়, নেতানিয়াহু ওই দিন তেল আবিবের ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর সদর দফতরে বলেছেন যে, হামাস নির্মূল না হওয়া পর্যন্ত, আটকে রাখা ইসরায়েলিরা মুক্তি না পাওয়া পর্যন্ত এবং ইসরায়েলের জন্য গাজা অঞ্চলের হুমকি শেষ না হওয়া পর্যন্ত গাজা উপত্যকায় তাদের সামরিক অভিযান চলবে।

নেতানিয়াহু বলেন যে, রোববার ইসরায়েল সরকার একটি বাজেট পেশ করবে, যাতে সামরিক অভিযান চালিয়ে নেওয়া নিশ্চিত করতে নিরাপত্তা খাতের জন্য বর্ধিত সমর্থন অন্তর্ভুক্ত করা যায়।

ফিলিস্তিনের গাজা উপত্যকার স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত বছরের ৭ অক্টোবর ফিলিস্তিনি-ইসরায়েল সংঘাতের পর থেকে গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় ২৩,৮০০ জনেরও বেশি মানুষ মারা গেছে এবং ৬০ হাজার মানুষ আহত হয়েছে। ইসরায়েল বলেছে যে, সংঘর্ষের ফলে ১৩০০এরও বেশি ইসরায়েলি নিহত হয়েছে এবং ১৩০জনেরও বেশি লোক এখনও আটকে রয়েছে।

(ইয়াং/তৌহিদ/ছাই)