লিউ চিয়ান ছাও’র যুক্তরাষ্ট্র সফর
2024-01-14 16:14:06

জানুয়ারি ১৪: ৮ থেকে ১৩ জানুয়ারি পর্যন্ত চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় কমিটির বৈদেশিক যোগাযোগ বিভাগের মহাপরিচালক লিউ চিয়ান ছাও’র নেতৃত্বে সিপিসি’র একটি প্রতিনিধিদল যুক্তরাষ্ট্র সফর করেছে। তাঁর সঙ্গে পৃথক পৃথকভাবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিনকেন, প্রেসিডেন্ট রাষ্ট্রীয় নিরাপত্তা-বিষয়ক প্রধান উপ-সহকারী স্টিফেন ফেনার, ডেমোক্র্যাটিক ও রিপাবলিকান ইউএস সিনেটর, সানফ্রান্সিসকোর মেয়র  ব্রিড এবং মার্কিন আর্থিক, শিল্প ও বাণিজ্যিক, থিঙ্ক ট্যাঙ্ক ও  মিডিয়া মহলের ব্যক্তিরা দেখা করেন এবং মতবিনিময় করেন। তিনি চীন ও যুক্তরাষ্ট্রের ‘দেড় ট্র্যাক সংলাপ’ সংক্রান্ত বিশেষ আলোচনায় অংশ নেন, যুক্তরাষ্ট্রের বৈদেশিক সম্পর্ক কমিটিতে বক্তব্য দেন এবং জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরহিসের সঙ্গে সাক্ষাত্ করেন। সেই সঙ্গে, বিভিন্ন পক্ষের সঙ্গে চীনের উন্নয়নের সম্ভাবনা, চীন ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক এবং বৈশ্বিক ব্যবস্থাপনাসহ বিভিন্ন বিষয়ে গভীরভাবে মতবিনিময় করেছে প্রতিনিধিদল।

 

চীন ও যুক্তরাষ্ট্র  বলেছে যে, অব্যাহতভাবে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং এবং মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের গুরুত্বপূর্ণ ঐকমত্য বাস্তবায়ন করা হবে এবং চীন-মার্কিন সম্পর্কের স্থিতিশীল, সুস্থ ও টেকসই উন্নয়ন এগিয়ে নিতে সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণ করতে হবে।

(ওয়াং হাইমান/তৌহিদ/ছাই)