‘চীন-কম্বোডিয়া মানবিক বিনিময় বর্ষের’ উদ্বোধনী অনুষ্ঠান কম্বোডিয়ায় অনুষ্ঠিত
2024-01-14 16:14:44

জানুয়ারি ১৪: ‘চীন-কম্বোডিয়া মানবিক বিনিময় বর্ষের’  উদ্বোধনী অনুষ্ঠান গতকাল (শনিবার) সন্ধ্যায় কম্বোডিয়ায় আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানাইয়ের অভিনন্দনপত্র পাঠ করা হয়।

অভিনন্দনপত্রে বলা হয়, কম্বোডিয়ার ‘ভিনাম (Vnam)’  যুগের সময় সেখানে বিশেষ দূত পাঠায় চীন। তখন থেকে দু’দেশ এবং দু’দেশের জনগণের মধ্যে গভীর বন্ধুত্ব প্রতিষ্ঠিত হয় এবং দু’দেশের দীর্ঘ ইতিহাস রচিত হয়। প্রধানমন্ত্রী বলেন, অব্যাহতভাবে ‘বেল্ট অ্যান্ড রোড’ উদ্যোগকে সমর্থন করবেন, দুই দেশের মধ্যে ‘ডায়মন্ড সিক্স-সাইডেড’ সহযোগিতাকে এগিয়ে নিয়ে যাবেন এবং কম্বোডিয়া ও চীনের মধ্যে ঐতিহ্যবাহী বন্ধুত্বকে সুসংহত করতে এবং বিভিন্ন ক্ষেত্রে বাস্তব সহযোগিতা আরও গভীর করতে  সর্বদা সচেষ্ট থাকবেন তিনি। ২০২৪ সালে  আরও বেশি চীনা পর্যটক ও বিনিয়োগকারীদের কম্বোডিয়ায়  ভ্রমণ ও বিনিয়োগ আশা করেন তিনি।

এবারের উদ্বোধনী অনুষ্ঠানটি চীন ও  কম্বোডিয়ার যৌথ উদ্যোগে আয়োজন করা হয়। দু’দেশের শিল্পীরা চমত্কার সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেছেন।

(ওয়াং হাইমান/তৌহিদ/ছাই)