‘জিছাই গল্প’
2024-01-14 18:49:03

সুপ্রিয় শ্রোতা, আপনারা শুনছেন বেইজিং থেকে চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান। এখন শুনবেন ‘তোমার জন্য গান’। আপনাদের সঙ্গে আছি আমি মুক্তা। সবাই ভালো আছেন তো? আশা করছি আপনারা সুস্থ আছেন এবং আনন্দে দিন কাটাচ্ছেন।

(গান ১)

বন্ধুরা, আপনারা শুনছিলেন নারী কন্ঠশিল্পী ওয়াং মিং ছুয়ান’র কন্ঠে ‘জিছাই গল্প’ শীর্ষক গান। এখন আমি আপনাদেরকে তাঁর কন্ঠে ‘দূরে থাকলেও তোমাকে ভালোবাসি’ শীর্ষক গান শোনাবো। গানটির কথা এমন, ‘বলবে না যে, পাহাড়ের বাধা এত বেশি। বাতাস বড় ও শক্তিশালী। সাদা মেঘ পাহাড় অতিক্রম করে আমার ভালোবাসা তোমার কাছে দিতে পারে। বলবে না যে, পানির পরিবর্তন বেশি। পানি পরিষ্কার ও শান্ত। আমার ভালোবাসা পানির মতো ভালোবাসার সঙ্গে আজীবন থাকবে। দূরে থাকলেও, আমি তোমাকে ভালোবাসি। মিলন ও বিচ্ছিন্ন হল ভাগ্য। আকাশকে অভিযোগ করি না, ভাগ্যকে অভিযোগ করি না। কিন্তু আশা করি, পানি ও পাহাড়ের প্রমাণে আমার ভালোবাসা আজীবন থাকবে’। আচ্ছা, বন্ধুরা এখন আমরা একসঙ্গে গানটি শুনবো।

(গান ২)

বন্ধুরা, শুনছিলেন ওয়াং মিং ছুয়ান ‘দূরে থাকলেও তোমাকে ভালোবাসি’ গানটি। এখন শুনবো আরেকজন নারী কণ্ঠশিল্পীর গান। গানের শিরোনাম ‘হৃদয় আঁকা’। গেয়েছেন চাং লিয়াং ইং। তিনি ১৯৮৪ সালের ১১ অক্টোবর সিছুয়ান প্রদেশের ছেংতং শহরে জন্মগ্রহণ করেন। তিনি সিছুয়ান বিশ্ববিদ্যালয়ের বিদেশি ভাষা একাডেমি থেকে স্নাতক হন। ২০০৫ সালে তিনি একটি টিভি সংগীত প্রতিযোগিতায় তৃতীয় স্থান অধিকার করেন। ২০০৬ সালে তিনি নিজের প্রথম অ্যালবাম প্রকাশ করেন। চলুন, আমরা গানটি শুনবো।

(গান ৩)

বন্ধুরা, শুনছিলেন চাং লিয়াং ইংয়ের কন্ঠে ‘হৃদয় আঁকা’ শীর্ষক গান। ২০০৭ সালে তিনি উত্তর আমেরিকা মহাদেশে নিজের সঙ্গীতানুষ্ঠান আয়োজন করেন। ২০০৮ সালে তিনি তখন তত্কালীন চীনা প্রেসিডেন্ট হু চিন থাও’র সঙ্গে জাপান সফর করেন। ২০০৯ সালে তিনি আমন্ত্রণে যুক্তরাষ্ট্রের ‘দ্য অপ্রাহ উইনফ্রে শো’-তে অংশ নেন। এরপর তিনি নিজের সঙ্গীত ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেন। এখন শোনাবো তাঁর কন্ঠে ‘হতে পারে’ শীর্ষক গান। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

(গান ৪)

বন্ধুরা, শুনছিলেন চাং লিয়াং ইংয়ের কন্ঠে কয়েকটি গান। এখন শোনাবো চাং লিয়াং ইংয়ের কন্ঠে ‘যদি এই হয় ভালোবাসা’  শীর্ষক গান। গানটির কথা প্রায় এমন,  ‘তুমি বাছাই করেছো। ভুল নাকি সঠিক? আমি স্বীকার করি, আমার হৃদয়ে ব্যথা। আমি সন্দেহ করি, তুমি যেতে ইচ্ছুক কিনা? আমি এত গভীর আঘাত পেয়েছি, আমি কান্না করি। আমি ধৈর্য ধরতে চাই না। আমার কোনো বাছাই নেই। আসলে সর্বশেষ চুম্বন অনেক ঠাণ্ডা। আমি দেখেছি, তুমি আমাকে ত্যাগ করে চলে গেছো। আমি তোমাকে এখনো ভালোবাসি। আমি বিশ্বাস করতে চাই, তুমি আমার একমাত্র। আমি ত্যাগ করতে পারি না। ধূসর আকাশ আমি বুঝি না। যে মানুষকে তুমি সুরক্ষা করো, তা আমি না। আমি তোমাকে মুক্তি দিয়েছি, তুমি আমাকে গতকালে ফেলে দিয়েছো’। তো বন্ধুরা, এবার একসঙ্গে গানটি শোনা যাক, কেমন?

 (গান ৫)

বন্ধুরা, শুনছিলেন চাং লিয়াং ইংয়ের কন্ঠে ‘যদি এই হয় ভালোবাসা’ নামের একটি গান। হৃদয়কে ছুঁয়ে যাওয়ার মতো একটি গান, তাইনা? আশা করি, সবাই গানটি পছন্দ করেছেন। এখন আমি আপনাদেরকে তাঁর কন্ঠে ‘গোপন ভালবাসা’ শীর্ষক গান শোনাবো। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

(গান ৬)

প্রিয় শ্রোতা, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি আপনারা আমাদের অনুষ্ঠানে কোনো পছন্দের গান শুনতে চান, তাহলে আমাদের জানাবেন। আমাদের ই-মেইল ঠিকানা হচ্ছে ben@cri.163.com. এবং আমার নিজস্ব ইমেইল ঠিকানা হল caiyue@cri.com.cn। ‘গানের অনুরোধ’ সম্পর্কিত ইমেইল আমার নিজস্ব ইমেইল ঠিকানায় পাঠালে ভালো হয়। আজ তাহলে এ পর্যন্তই। আশা করি, আগামী সপ্তাহের একই দিনে, একই সময়ে আবারো আপনাদের সঙ্গে কথা হবে। ততক্ষণ সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। চাই চিয়ান। (ছাই/আলিম)