‘চীন-কম্বোডিয়া সাংস্কৃতিক যোগাযোগ বর্ষে’ অভিনন্দনবার্তা পাঠিয়েছেন চীনা প্রধানমন্ত্রী
2024-01-14 16:43:38

জানুয়ারি ১৪: চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং গতকাল (শনিবার) ‘চীন-কম্বোডিয়া সাংস্কৃতিক যোগাযোগ বর্ষে’ অভিনন্দনবার্তা পাঠিয়েছেন। 

অভিনন্দন বার্তায় তিনি বলেছেন, চীন ও কম্বোডিয়া উভয়ই গৌরবময় সংস্কৃতির প্রাচীন সভ্যতা। দু’দেশের জনগণের মধ্যে মৈত্রী সুদীর্ঘকালের। চীনা নেভিগেটর চেং হ্যে একবার কম্বোডিয়ায় তার সমুদ্রযাত্রার সময় থামেন। বেয়ন মন্দিরের ধ্বংসাবশেষে খোদিত আছে হাজার হাজার বছর আগে দুই জনগোষ্ঠীর মধ্যে বিনিময়ের দৃশ্য। দু’দেশের বর্তমান নেতাদের নেতৃত্বে দু’দেশের অভিন্ন কল্যাণের সমাজের নির্মাণকাজ উচ্চ মানের নতুন যুগে প্রবেশ করেছে। দু’দেশের পারস্পরিক রাজনৈতিক আস্থা ক্রমেই বাড়ছে, বাস্তব সহযোগিতা উন্নত হচ্ছে এবং সাংস্কৃতিক যোগাযোগ বেগবান হয়েছে। যা দু’দেশের জনগণের জন্য বাস্তব কল্যাণ বয়ে এনেছে।

তিনি বলেন, সাংস্কৃতিক বিনিময় চীন-কম্বোডিয়া ‘ডায়মন্ড সিক্স-পার্শ্বযুক্ত সহযোগিতা কাঠামোর একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ। দু’দেশ এবারের ‘চীন-কম্বোডিয়া সাংস্কৃতিক যোগাযোগ বর্ষের’ সুযোগে আরো বেশি সাংস্কৃতিক যোগাযোগের কার্যক্রম আয়োজন করবে, বিশ্ব সভ্যতা প্রস্তাব বাস্তবায়ন এবং আরেক ধাপে দু’দেশের সাংস্কৃতিক ধ্বঃসাবশেষের সংরক্ষণ, শিল্প, শিক্ষা, চিকিত্সা ও স্থানীয় সহযোগিতা জোরদার করার আশা প্রকাশ করেন লি ছিয়াং। 

(ছাই/তৌহিদ)