গুতেরহিস ইয়েমেনে পরিস্থিতির অবনতি এড়াতে সব পক্ষকে আহ্বান জানান
2024-01-13 17:22:21

জানুয়ারি ১৩: জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরহিস শুক্রবার হুথি সশস্ত্র বাহিনীর একাধিক লক্ষ্যবস্তুতে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের বিমান হামলার বিষয়ে এক বিবৃতি জারি করেছেন। তিনি সংশ্লিষ্ট সব পক্ষকে নিরাপত্তা পরিষদের ২৭২২নং প্রস্তাব মেনে চলা এবং ইয়েমেনে উত্তেজনা বৃদ্ধি এড়ানোর আহ্বান জানিয়েছেন।

গুতেরহিস বলেছেন, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য কিছু দেশের সমর্থনে ইয়েমেনের অনেক লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালিয়েছে। তিনি সব পক্ষকে নিরাপত্তা পরিষদের ২৭২২নং প্রস্তাব "সম্পূর্ণভাবে মেনে চলার" আহ্বান জানান। তিনি জোর দিয়ে বলেন যে, লোহিত সাগরে আন্তর্জাতিক জাহাজগুলিতে আক্রমণ "অগ্রহণযোগ্য"। কারণ, তাতে বিশ্বব্যাপী সরবরাহ শৃঙ্খলার নিরাপত্তা বিপন্ন হবে, তাতে নেতিবাচক প্রভাব পড়বে এবং বৈশ্বিক অর্থনীতি ও মানবিক পরিস্থিতিতে নেতিবাচক প্রভাব পড়ছে।

ফিলিস্তিন-ইসরায়েল নতুন দফা সংঘাতের পর থেকে, ইয়েমেনের হুথি বাহিনী লোহিত সাগরে লক্ষ্যবস্তুতে আক্রমণ করতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। হুথিরা বলেছে যে, ইসরায়েলের সাথে যুক্ত জাহাজগুলি সংস্থার "বৈধ লক্ষ্যবস্তু" এবং গাজা উপত্যকায় ইসরায়েল তার সামরিক হামলা বন্ধ না করা পর্যন্ত আক্রমণ অব্যাহত থাকবে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদ গত ১০ জানুয়ারি ২৭২২নং প্রস্তাবের পক্ষে ভোট দেয় এবং  লোহিত সাগরের বাণিজ্যিক জাহাজে হামলার জন্য ইয়েমেনে হুথি বাহিনীর তীব্র নিন্দা করেছে।

(ইয়াং/তৌহিদ/ছাই)