ইয়েমেনে হুথি সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের সামরিক অভিযান লক্ষ্য অর্জন করতে পারে নি: চীনা মুখপাত্র
2024-01-13 18:50:53

জানুয়ারি ১৩: শুক্রবার রাশিয়ার অনুরোধে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ লোহিত সাগরের বর্তমান পরিস্থিতি নিয়ে এক জরুরি বৈঠক করেছে। জাতিসংঘে চীনের স্থায়ী প্রতিনিধি জাং চিউন বলেন, ইয়েমেনে হুথিদের  সশস্ত্র লক্ষ্যবস্তুগুলির বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ব্রিটেনের সামরিক অভিযান তাদের নির্ধারিত লক্ষ্য অর্জন করতে পারেনি।

জাং চিউন বলেছেন, ইয়েমেনের বিরুদ্ধে প্রাসঙ্গিক দেশগুলির গৃহীত লজ্জাজনক সামরিক পদক্ষেপগুলি শুধুমাত্র অবকাঠামোর ক্ষতি এবং বেসামরিক মানুষের হতাহতের কারণই নয়, বরং লোহিত সাগরের নিরাপত্তা ঝুঁকি আরও বাড়িয়ে তুলেছে। এতে নৌ চলাচলের নিরাপত্তা ও স্বাধীনতায় কোনো কল্যাণ হয়নি দেখে আমরা দুঃখিত। বাণিজ্যিক জাহাজের ওপর সামরিক হস্তক্ষেপ ইয়েমেনের রাজনৈতিক প্রক্রিয়াকেও প্রভাবিত করতে পারে। এ ধরনের একটি সামরিক অভিযানের মাধ্যমে উদ্দেশ্য অর্জন সম্ভব না।

চীন উল্লেখ করেছে যে, নিরাপত্তা পরিষদ কখনোই কোনো দেশকে ইয়েমেনের বিরুদ্ধে শক্তি প্রয়োগের অনুমোদন দেয়নি। প্রাসঙ্গিক দেশগুলির সামরিক পদক্ষেপ নিরাপত্তা পরিষদের গৃহীত প্রস্তাব ২৭২২-এর উদ্দেশ্যের বিপরীত হয়েছে। চীন পুনর্ব্যক্ত করেছে যে, কোনো দেশই লোহিত সাগরের জলে নতুন উত্তেজনা সৃষ্টির জন্য আন্তর্জাতিক আইন এবং নিরাপত্তা পরিষদের প্রস্তাবের অপব্যাখ্যা বা অপব্যবহার করতে পারে না।

(ইয়াং/তৌহিদ/ছাই)