ফিলিস্তিনি জনগণের জোরপূর্বক স্থানান্তরের বিরোধিতা করে চীন
2024-01-13 17:37:55

জানুয়ারি ১৩: জাতিসংঘে নিযুক্ত চীনের স্থায়ী প্রতিনিধি চাং চুন গতকাল (শুক্রবার) নিরাপত্তা পরিষদে ফিলিস্তিন-ইসরাইল ইস্যুতে নিরাপত্তা পরিষদের জনসভায় বক্তৃতা দিয়েছেন। তিনি জোর দিয়ে বলেন, ফিলিস্তিনি জনগণকে জোরপূর্বক স্থানান্তরের বিরোধিতা করতে হবে।

তিনি বলেন, প্রায় ১০০ দিন ধরে ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত চলছে। ইতোমধ্যে গাজা অঞ্চলের ২৩ হাজার মানুষ, ২ শতাধিক জাতিসংঘ কর্মী ও সাংবাদিক নিহত হয়েছে। সেখানে ৯০ শতাংশ মানুষ গৃহহারা হয়েছে। অবিলম্বে যুদ্ধবিরতি বাস্তবায়ন করা আন্তর্জাতিক সমাজের সমন্বিত আহ্বানে পরিণত হয়েছে, কিন্তু নিরাপত্তা পরিষদের একটি স্থায়ী সদস্য দেশ বিভিন্ন অজুহাতে এ ব্যাপারে নিরাপত্তা পরিষদের সিদ্ধান্তে ভিটো দিয়েছে। যা আন্তর্জাতিক ন্যায্যতা ও ন্যায়বিচার এবং নিরাপত্তা পরিষদের কর্তৃত্বে চরম অবমাননা।

চাং জুন বলেন, আন্তর্জাতিক সমাজের উচিত সব বাধা দূর করা। প্রথমত, ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে যে কোনো জোরপূর্বক হস্তান্তরের বিরোধিতা করতে হবে। দ্বিতীয়ত, মানবিক বিপর্যয় প্রশমিত করার জন্য সব ব্যবস্থা গ্রহণ করতে হবে। তৃতীয়ত, যুদ্ধবিরতিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রচার করতে হবে।

(ওয়াং হাইমান/তৌহিদ/ছাই)