‘মিয়ানমারের সংশ্লিষ্ট পক্ষগুলো যুদ্ধবিরতি চুক্তি মেনে চলবে বলে চীন আশা করে’
2024-01-12 19:58:32


জানুয়ারি ১২: মিয়ানমারের সংশ্লিষ্ট পক্ষগুলো সম্প্রতি স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তি মেনে চলবে বলে বেইজিং আশা করে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং আজ (শুক্রবার) এক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন। 


মাও নিং বলেন, ২০২৪ সালের ১০ ও ১১ জানুয়ারি, চীনের প্রচেষ্টা ও মধ্যস্থতায়, মিয়ানমারের সশস্ত্রবাহিনীর সাথে দেশটির উত্তরাঞ্চলের কোকাং, দিআং ও রাখাইন জাতির স্থানীয় সশস্ত্রশক্তির যুদ্ধবিরতিচুক্তি স্বাক্ষরিত হয়।  চীনের ইউননান প্রদেশের রাজধানী খুনমিংয়ে আনুষ্ঠানিকভাবে স্বাক্ষরিত এই চুক্তি অনুসারে, সংশ্লিষ্ট মতবিরোধ ও বিদ্যমান সমস্যা শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে সমাধান করা হবে। 


মুখপাত্র বলেন, চুক্তিতে সীমান্ত অঞ্চলের চীনা নাগরিক ও মিয়ানমারে সক্রিয় চীনা শিল্পপ্রতিষ্ঠানগুলোকে প্রয়োজনীয় নিরাপত্তা দেওয়ার প্রতিশ্রুতিও ব্যক্ত করা হয়েছে। এই চুক্তি চীন-মিয়ানমার সীমান্তে শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সহায়ক প্রমাণিত হবে বলে আশা করা যায়। 


মাও নিং আরও বলেন, সংশ্লিষ্ট পক্ষগুলো মিয়ানমারের উত্তরাঞ্চলের শান্তি-প্রক্রিয়াকে একযোগে সামনে এগিয়ে নিয়ে যাবে বলে বেইজিং আশা করে। চীন এক্ষেত্রে গঠনমূলক ভূমিকা রেখে যাবে। (আকাশ/আলিম/ফেইফেই)