তাইওয়ান ইস্যুতে যুক্তরাষ্ট্রকে প্রতিশ্রুতি পূরণের তাগিদ চীনের
2024-01-12 19:57:27

জানুয়ারি ১২: যুক্তরাষ্ট্রকে তাইওয়ান ইস্যুতে নিজের প্রতিশ্রুতি পূরণ করতে এবং সংশ্লিষ্ট আচরণ সংশোধন করতে তাগিদ দেয় বেইজিং। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং আজ (শুক্রবার) এক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন। 


তিনি বলেন, ‘এক-চীননীতি’ আন্তর্জাতিক সমাজে স্বীকৃত একটি বিষয়। এই নীতি চীন-মার্কিন সম্পর্কের রাজনৈতিক ভিত্তিও বটে। এদিকে, তাইওয়ানের বিছিন্নতাবাদীরা তাইওয়ান প্রণালীর দু’পারের শান্তি ও স্থিতিশীলতার জন্য সবচেয়ে বড় হুমকি। তবে, বিচ্ছিন্নতাবাদীরা অবশ্যই ব্যর্থ হবে। 


মুখপাত্র বলেন, মার্কিন নেতৃবৃন্দ বার বার ‘এক-চীননীতি’ সমর্থনের কথা বলেন এবং ‘বিচ্ছিন্ন তাইওয়ান’ বা ‘দুই চীন’ বা ‘এক চীন, এক তাইওয়ান’ নীতিকে সমর্থন না-করার প্রতিশ্রুতি দেন। তাইওয়ান ইস্যুতে চীনকে নিয়ন্ত্রণ করার বা চাপে ফেলার নীতি অনুসরণ না-করার প্রতিশ্রুতিতেও যুক্তরাষ্ট্র আবদ্ধ। 


মাও নিং জোর দিয়ে বলেন, যুক্তরাষ্ট্র নিজের প্রতিশ্রুতি রক্ষা করবে বলে বেইজিং আশা করে। যুক্তরাষ্ট্রের উচিত, তাইওয়ান ইস্যুতে কথা ও কাজে সামধানতা অবলম্বন করা, তাইওয়ানের সাথে সবধরনের সরকারি পর্যায়ের যোগাযোগ ও বিনিময় বন্ধ করা, তাইওয়ানের বিছিন্নতাবাদীদের কাছে ভুল সংকেত পাঠানো বন্ধ করা, এবং তাইওয়ানের নির্বাচনে যে-কোনো ধরনের হস্তক্ষেপ বন্ধ করা। 


চীনা মুখপাত্র আরও বলেন, যদি যুক্তরাষ্ট্র সত্যিকার অর্থেই তাইওয়ান প্রণালীর শান্তি ও স্থিতিশীলতা রক্ষা করতে চায়, তাহলে তার উচিত স্পষ্টভাবে তাইওয়ানের বিছিন্নতাবাদীদের বিরোধিতা করা এবং চীনের শান্তিপূর্ণ একীকরণের প্রক্রিয়াকে সমর্থন দেওয়া।

 (আকাশ/আলিম/ফেইফেই)