চীন-মার্কিন ক্লাইমেট অ্যাকশন ওয়ার্কিং গ্রুপের সম্মেলন অনুষ্ঠিত
2024-01-12 18:00:46

জানুয়ারি ১২: আজ (শুক্রবার) চীন-মার্কিন ‘ক্লাইমেট অ্যাকশান ওয়ার্কিং গ্রুপ’-এর প্রথম সম্মেলন ভিডিও-লিঙ্কের মাধ্যমে অনুষ্ঠিত হয়। বৈঠকে যৌথভাবে সভাপতিত্ব করেন চীনের জলবায়ু পরিবর্তনবিষয়ক বিশেষ দূত শিয়ে চেনহুয়া এবং মার্কিন প্রেসিডেন্টের জলবায়ুবিষয়ক বিশেষ দূত জন কেরি।

চীনের প্রকৃতি ও পরিবেশ মন্ত্রণালয়ের উইচ্যাট পাবলিক অ্যাকাউন্টে বলা হয়েছে, চীন ও যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপ্রধানদ্বয়ের সান ফ্রান্সিসকো বৈঠকে নেওয়া যৌথ সিদ্ধান্ত বাস্তবায়ন এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সহযোগিতা নিশ্চিত করতে উক্ত সম্মেলনের আয়োজন করা হয়।

সম্মেলনে দু’পক্ষ, ওয়ার্কিং গ্রুপ মেকানিজমের আওতায়, ঘনিষ্ঠ যোগাযোগ ও বিনিময় বজায় রাখতে এবং "জলবায়ু সংকট মোকাবিলায় সহযোগিতা জোরদার করা বিষয়ে সানশাইন কান্ট্রি স্টেটমেন্ট"-এর ঐকমত্য অনুসারে, গভীরভাবে ব্যবহারিক সহযোগিতা চালিয়ে যেতে সম্মত হয়। (জিনিয়া/আলিম/ফেই)