মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে চীনা প্রধানমন্ত্রীর বৈঠক
2024-01-12 19:55:52

জানুয়ারি ১২: গতকাল (বৃহস্পতিবার) সকালে, বেইজিংয়ের গণমহাভবনে, চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং মালদ্বীপের সফররত প্রেসিডেন্ট মুহাম্মাদ মুইজুর সঙ্গে এক বৈঠকে মিলিত হন। 


বৈঠকে লি ছিয়াং বলেন, দু’দেশ কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পর থেকে, একে ওপরকে সম্মান করে আসছে এবং পারস্পরিক মৌলিক স্বার্থসংশ্লিষ্ট ইস্যুতে একে অপরকে সমর্থন দিয়ে আসছে। দু’পক্ষের আর্থ-বাণিজ্যিক সহযোগিতাও দিন দিন ঘনিষ্ঠ থেকে ঘনিষ্ঠতর হচ্ছে। এতে দু’দেশের মানুষই উপকৃত হচ্ছে। 


তিনি বলেন, দু’দেশের শীর্ষ নেতাদ্বয় দ্বিপক্ষীয় সম্পর্ককে সার্বিক কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্বের সম্পর্কে উন্নীত করার ঘোষণা দিয়েছেন। এর মাধ্যমে দু’দেশের সম্পর্কের ক্ষেত্রে এক নতুন অধ্যায় উন্মোচিত হয়েছে। দু’দেশের নেতৃবৃন্দের গুরুত্বপূর্ণ কৌশলগত দিকনিদের্শনার আলোকে, মালদ্বীপের সাথে একযোগে ঐতিহ্যবাহী বন্ধুত্ব উন্নয়ন করে, পারস্পরিক রাজনৈতিক আস্থা জোরদার করতে ইচ্ছুক চীন। মালদ্বীপের সাথে বিভিন্ন পর্যায়ের বন্ধুত্বপূর্ণ বিনিময় আরও জোরদার করতে এবং বিভিন্ন খাতের সহযোগিতা বাড়াতেও আগ্রহী চীন।


চীনা প্রধানমন্ত্রী আরও বলেন, মালদ্বীপের উন্নয়ন-কৌশলের সাথে নিজের উন্নয়ন-কৌশলকে সংযুক্ত করতে চায় চীন। ‘বেল্ট আন্ড রোড’ উদ্যোগের আওতায়, মালদ্বীপের সাথে বাস্তব সহযোগিতা আরও সম্প্রসারণ করবে চীন। শিক্ষা, ক্রিড়া, পর্যটনসহ অন্যান্য খাতেও দু’দেশের মধ্যে বিনিময় জোরদার করা উচিত বলে তিনি মন্তব্য করেন। 

(আকাশ/আলিম/ফেইফেই)