এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলকে সংঘাতমুক্ত রাখা উচিত: চীনা মুখপাত্র
2024-01-12 21:02:05

জানুয়ারি ১২: যুক্তরাষ্ট্রের উচিত এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলকে সংঘাতমুক্ত রাখতে প্রচেষ্টা চালানো। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং আজ (শুক্রবার) নিয়মিত এক প্রেস ব্রিফিংয়ে এ মন্তব্য করেন।

যুক্তরাষ্ট্রের তথাকথিত "ইন্দো-প্যাসিফিক স্ট্র্যাটেজি" সম্পর্কে চীনা মুখপাত্র বলেন, বিশ্বের বৃহত্তম সামরিক শক্তি ও সর্বোচ্চ সামরিক ব্যয়ের দেশ হিসাবে, যুক্তরাষ্ট্রের কখনোই যুদ্ধ শুরু করার ক্ষমতার অভাব ছিল না বা এখনও নেই। শুধু, শান্তি স্থাপন করা ও তা বজায় রাখার সামর্থ্যের অভাব যুক্তরাষ্ট্রের বরাবরই প্রকট। অথচ, শান্তি ও উন্নয়নের ব্যাপারে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলো বরাবরই একমত।

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের উচিত এতদঞ্চলের দেশগুলোর কণ্ঠস্বরকে আন্তরিকভাবে সম্মান করা, শান্তি ও স্থিতিশীলতার জন্য সহায়ক আরও কিছু করা, এবং এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে গোষ্ঠী সংঘাত ও যুদ্ধকে উস্কে না-দেওয়া। (শুয়েই/আলিম/আকাশ)