চীন ও লেসোথোর শীর্ষ নেতৃবৃন্দের শুভেচ্ছাবার্তা বিনিময়
2024-01-12 18:59:08

জানুয়ারি ১২: আজ (শুক্রবার) চীনের প্রেসিডেন্ট সি চিন পিং এবং লেসোথোর রাজা তৃতীয় লেটসি, দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক পুনঃরুদ্ধারের ৩০তম বার্ষিকী উপলক্ষ্যে, শুভেচ্ছাবার্তা বিনিময় করেন।

শুভেচ্ছাবার্তায় সি বলেন, কূটনৈতিক সম্পর্ক পুনরুদ্ধারের পর থেকে বিগত ৩০ বছরে, চীন ও লেসোথো পরস্পরের মূল স্বার্থ এবং প্রধান উদ্বেগের বিষয়গুলোতে একে অপরকে সমর্থন করে এসেছে, নিজ নিজ উন্নয়ন ও পুনরুজ্জীবনের যাত্রায় হাতে হাত রেখে কাজ করেছে, এবং পরস্পরকে সাহায্য করেছে। মহামারীর মতো চ্যালেঞ্জ মোকাবিলায় বড় ও ছোট দেশের মধ্যে সহযোগিতার দৃষ্টান্ত স্থাপন করেছে দু’দেশ।

সি বলেন, তিনি চীন-লেসোথো সম্পর্কের উন্নয়নের ওপর অত্যন্ত গুরুত্ব দেন এবং দ্বিপাক্ষিক সম্পর্কের স্তরকে আরও উন্নত করতে রাজা তৃতীয় লেটসির সাথে কাজ করে যেতে ইচ্ছুক।

নিজের শুভেচ্ছাবার্তায় রাজা লেটসি বলেন, বিগত ৩০ বছরে, লেসোথো ও চীন উন্নয়নের পথে সাফল্যের সাথে হেঁটেছে। দুই দেশ শান্তিপূর্ণ সহাবস্থান, পারস্পরিক সম্মান ও কল্যাণের ভিত্তিতে দৃঢ় কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছে, যা দু’দেশের জনগণের জন্য কল্যাণকর প্রমাণিত হয়েছে। লেসোথো দুই দেশের বন্ধুত্ব ও সহযোগিতাকে সুসংহত করতে এবং দুই দেশের উন্নয়ন ও সমৃদ্ধি অব্যাহত রাখতে মহান চীনের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করে যেতে ইচ্ছুক। (শুয়েই/আলিম/আকাশ)