‘লোহিত সাগরে ক্রমবর্ধমান উত্তেজনা নিয়ে উদ্বিগ্ন চীন’
2024-01-12 18:02:02

জানুয়ারি ১২: লোহিত সাগরে ক্রমবর্ধমান উত্তেজনাময় পরিস্থিতি নিয়ে চীন গভীরভাবে উদ্বিগ্ন। আজ (শুক্রবার) বেইজিংয়ে এক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং।

মুখপাত্র বলেন, চীন সংশ্লিষ্ট সকল পক্ষকে শান্ত থাকতে,  সংযম বজায় রাখতে, ও সংঘাতের আরও বিস্তার না-ঘটাতে আহ্বান জানায়।

তিনি বলেন, লোহিত সাগর পণ্য পরিবহনের একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বাণিজ্যিক চ্যানেল। সংশ্লিষ্ট পক্ষগুলো লোহিত সাগর এলাকায় নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে গঠনমূলক ও দায়িত্বশীল ভূমিকা রাখবে বলে চীন আশা করে।

মাও নিং আরও বলেন, আন্তর্জাতিক জলপথের নিরাপত্তা নিশ্চিত করতে, সকল পক্ষের সাথে কাজ করতে ইচ্ছুক চীন। (জিনিয়া/আলিম)