যুক্তরাষ্ট্রের উচিত বিপজ্জনক তত্পরতা বন্ধ করা: চীনা মুখপাত্র
2024-01-12 21:01:02

জানুয়ারি ১২: আজ (শুক্রবার) বিকেলে, চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র কর্নেল চাং সিয়াও কাং এক প্রেস ব্রিফিংয়ে বলেন, যুক্তরাষ্ট্রের উচিত বিপজ্জনক তত্পরতা বন্ধ করা।

তিনি বলেন, মার্কিন যুদ্ধজাহাজ ও যুদ্ধবিমানগুলো চীনের দোরগোড়ায় এসে সমস্যা ও উস্কানি সৃষ্টি করে চলেছে দীর্ঘকাল ধরে। ফলে, চীনা সামরিক বাহিনীকে আইন অনুযায়ী পাল্টা ব্যবস্থা গ্রহণ করতে হচ্ছে। তবে, সেসব ব্যবস্থা সবসময়ই ছিল বৈধ, যুক্তিসঙ্গত, পেশাদার ও সংযত।

মুখপাত্র আরও বলেন, যুক্তরাষ্ট্রের যা করা দরকার তা হল, সকল বিপজ্জনক ও উস্কানিমূলক কর্মকাণ্ড বন্ধ করা এবং সামনের সারির সৈন্যদের কার্যকলাপকে কঠোরভাবে সীমিত করা। এটি সমুদ্রে ও আকাশে দুর্ঘটনা এড়ানোর মৌলিক কৌশল। (শুয়েই/আলিম/আকাশ)