চীন দৃঢ়ভাবে উন্মুক্তকরণ অব্যাহত রাখবে: মুখপাত্র
2024-01-12 18:02:32

জানুয়ারি ১২: চীন ২০২৪ সালের শুল্ক সমন্বয় পরিকল্পনা ঘোষণা ও বাস্তবায়ন করেছে, সক্রিয়ভাবে মুক্তবাণিজ্যের পক্ষে থেকেছে, বৈদেশিক বাণিজ্যের পরিবেশের উন্নয়ন ঘটিয়েছে, এবং বিশ্বের অন্যান্য দেশের সাথে উন্নয়নের সুবিধা ভাগ করার নীতি অনুসরণ করে চলেছে। ভবিষ্যতেও চীন দৃঢ়ভাবে উচ্চস্তরের উন্মুক্তকরণ অব্যাহত রাখবে। আজ (শুক্রবার) বেইজিংয়ে এক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং।

তিনি বলেন, বিশ্ব বাণিজ্য সংস্থায় যোগদানের পর থেকে, চীন শুধুমাত্র তার প্রতিশ্রুতিই পূরণ করেনি, বরং ২০২৩ সালের সামগ্রিক শুল্ক স্তরকে ৭.৩ শতাংশে কমিয়ে এনেছে এবং বৈদেশিক বাণিজ্যে উদারীকরণ ও উন্মুক্ততার মাত্রা বৃদ্ধি অব্যাহত রেখেছে।

মুখপাত্র আরও বলেন, বাণিজ্যে ক্রমবর্ধমান সংরক্ষণবাদী আচরণ এবং এতরফাবাদের ঝুঁকি ও চ্যালেঞ্জের মুখে, চীন দৃঢ়ভাবে উচ্চস্তরের উন্মুক্তকরণ ও অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক বিশ্বায়নের পক্ষে থেকেছে, অবাধ বাণিজ্য ও বহুপাক্ষিক বাণিজ্যব্যবস্থা রক্ষায় সংশ্লিষ্ট পক্ষগুলোর সাথে কাজ করে যাচ্ছে, এবং বিশ্বের অর্থনীতি উন্নয়নে প্রাণশক্তি যুগিয়ে চলেছে। (জিনিয়া/আলিম)