ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত নিয়ে জর্ডান, মিশর ও ফিলিস্তিনি নেতাদের আলোচনা
2024-01-11 15:21:10

জানুয়ারি ১১: জর্ডানের বাদশাহ আবদুল্লাহ দ্বিতীয় বিন আল-হুসাইন, মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি এবং ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস গতকাল (বুধবার) ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত সম্পর্কিত বিষয় নিয়ে আলোচনা করেন।

জর্ডানের দক্ষিণাঞ্চলীয় শহর আল-আকাবায় তিন নেতার মধ্যে ওই আলোচনা অনুষ্ঠিত হয়।

তারা জানান, জর্ডান নদীর পশ্চিম তীরে ও গাজা এলাকায় ফিলিস্তিনিদের ফেরত পাঠানোর ইসরায়েলি পরিকল্পনা এবং জর্ডান নদীর পশ্চিম তীর ও গাজা এলাকাকে আলাদা করার অপচেষ্টার বিরোধিতা করেন তারা।

গাজা এলাকার বিপর্যয়মূলক মানবিক পরিস্থিতির অবসানে তিন নেতা অবিরামভাবে মানবিক সাহায্য দেওয়ার আহ্বান জানান। (প্রেমা/রহমান/রুবি)