চীনা ও রুশ পররাষ্ট্রমন্ত্রীদের ফোনালাপ
2024-01-11 17:52:12

জানুয়ারি ১১: রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ এবং চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র মধ্যে গতকাল (বুধবার) ফোনালাপ হয়েছে।

ফোনালাপে ওয়াং ই বলেন, গত এক বছরে চীনা প্রেসিডেন্ট সি চিন পিং এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নেতৃত্বে দুদেশের মধ্যে নতুন যুগের সার্বিক কৌশলগত সহযোগিতা ও অংশীদারিত্বের সম্পর্ক আরও উন্নত হয়েছে।

তিনি বলেন, মানসম্পন্ন সহযোগিতায় দু’পক্ষ নিজ নিজ দেশের বিভিন্ন বিষয় মোকাবিলা করার পাশাপাশি আন্তর্জাতিক ইস্যুতে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করেছে।

চলতি বছর দুদেশের কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ৭৫তম বার্ষিকী এবং চীন-রুশ সাংস্কৃতিক বর্ষ – একথা উল্লেখ করে ওয়াং ই বলেন, উচ্চপর্যায়ের আদান-প্রদান ঘনিষ্ঠতর করে বিভিন্ন খাতে বাস্তব সহযোগিতা আরও গভীরতর করা হবে এবং দুদেশের জনগণের মৈত্রী আরও সুসংবদ্ধ করা হবে।

তিনি আরও বলেন, প্রেসিডেন্ট সি চীনের কেন্দ্রীয় সরকারের বিদেশ বিষয়ক অধিবেশনে নতুন যুগে চীনের বৈশিষ্ট্যময় বড় দেশের কূটনীতির সার্বিক সারসংক্ষেপ করেছেন এবং সমান ও সুশৃঙ্খল বিশ্বের বহুমুখিতা ও সহনশীল অন্তর্ভুক্ত অর্থনীতির বিশ্বায়ন নিয়ে মতামত প্রকাশ করেছেন।

দুটি দায়িত্বশীল বড় দেশ হিসেবে চীন ও রাশিয়া মানবজাতির ও বিশ্বের ভবিষ্যত নিয়ে কৌশলগত আদান-প্রদান জোরদার করবে এবং আরও বেশি কৌশলগত সহযোগিতা করার বলে আশা প্রকাশ করেন তিনি।

গত বছর রুশ-চীনা সম্পর্কে অনেক সাফল্য অর্জিত হয়েছে – একথা জানিয়ে লাভরভ বলেন, নতুন বছরে তার দেশ চীনের সাথে উচ্চপর্যায়ের আদান-প্রদান বজায় রাখবে, অর্থ-বাণিজ্য, পুঁজি বিনিয়োগ, ক্রীড়া, সংস্কৃতিসহ বিভিন্ন খাতের সহযোগিতা জোরদার করবে এবং আন্তর্জাতিক ইস্যুতে ঘনিষ্ঠ যোগাযোগ করবে, যাতে দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন সাফল্য অর্জন করা যায়।

তিনি আরও বলেন, রাশিয়া চীনের সাথে ব্রিক্স সহযোগিতায় আরও বেশি সাফল্য অর্জনে চেষ্টা করবে এবং ফিলিস্তিন ও ইসরায়েল সংঘাত প্রশ্নে আদান-প্রদান জোরদার করবে, যাতে মধ্যপ্রাচ্য অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা রক্ষা করা যায়। (সুবর্ণা/রহমান/শুয়ে ফেই ফেই)