২০২৩ সালে চীন ৩৯২৩টি অর্থনৈতিক ও বাণিজ্যিক মেলা আয়োজন করে
2024-01-11 18:52:29

জানুয়ারি ‌১১: গেল বছর চীন মোট ৩৯২৩টি অর্থনৈতিক ও বাণিজ্যিক মেলার আয়োজন করে, যা ২০২২ সালের তুলনায় ১১৭.১ শতাংশ ও ২০১৯ সালের তুলনায় ১০.৬ শতাংশ বেশি। গতকাল (বুধবার) চীনের কাউন্সিল ফর দা প্রমোশন অফ ইন্টারন্যাশনাল ট্রেড কর্তৃক প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়।

প্রতিবেদনে বলা হয়, ২০২৩ সালে আয়োজিত মেলাস্থলসমূহের মোট আয়তন ছিল ১৪১ মিলিয়ন বর্গমিটার, যা ২০২২ সালের তুলনায় ১৫৩.৩ শতাংশ ও ২০১৯ সালের তুলনায় ৮.২৫ শতাংশ বেশি।

চীনের কাউন্সিল ফর দা প্রমোশন অফ ইন্টারন্যাশনাল ট্রেডের মেলা-ব্যবস্থাপনা বিভাগের পরিচালক উ শেং রং বলেন, ২০২৩ সালে চীনের মেলাশিল্পের বিকাশে পাঁচটি প্রধান বৈশিষ্ট্য দেখা যায়: চীনের অর্থনৈতিক ও বাণিজ্যিক মেলাগুলো সম্পূর্ণরূপে প্রাক-মহামারী স্তরে ফিরে এসেছে, মেলাশিল্প অপারেটরদের অপারেটিং অবস্থার উন্নতি ঘটেছে; কোম্পানিগুলো মেলায় অংশগ্রহণের জন্য বিদেশে যাওয়া পুনরায় শুরু করেছে এবং বড় বাজার বিকাশের প্রচেষ্টা জোরদার হয়েছে; জাতীয় পর্যায়ের মেলাগুলো মেলাশিল্পের পুনরুদ্ধারে অগ্রণী ভূমিকা রাখছে; মেলাস্থলের প্রকৃত সংখ্যা এবং ব্যবহারের হার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। (জিনিয়া/আলিম/ফেই)