ইকুয়েডর ‘যুদ্ধাবস্থায়’ রয়েছে: প্রেসিডেন্ট নোবোয়া
2024-01-11 15:21:55

জানুয়ারি ১১: ইকুয়েডরের প্রেসিডেন্ট ড্যানিয়েল নোবোয়া গতকাল (বুধবার) রাজধানী কুইটোয় বলেছেন, দেশটি ‘যুদ্ধাবস্থায়’ রয়েছে এবং বিশেষ পদ্ধতিতে সেটা মোকাবিলা করবে।

এদিন স্থানীয় তথ্যমাধ্যমকে দেওয়া এক সাক্ষাত্কারে তিনি বলেন, ইকুয়েডর অভ্যন্তরীণ সশস্ত্র সংঘাতের সম্মুখীন হচ্ছে এবং শান্তির জন্য যুদ্ধ করছে।

দেশটি ২০ হাজারের বেশি সদ্য নিয়ে গঠিত সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে যুদ্ধ করছে – একথা উল্লেখ করে নোবোয়া বলেন, ‘যুদ্ধাবস্থায়’ এবং সন্ত্রাস মোকাবিলার সময় দেশটি বিশেষ ব্যবস্থা নেবে। (প্রেমা/রহমান/রুবি)