তিন আইএস জঙ্গিকে হত্যা করেছে ইরাকের সামরিক বাহিনী
2024-01-11 16:49:04

জানুয়ারি ১১: ইরাকের বিমান বাহিনী দেশটির উত্তরাঞ্চলীয় কিরকুক প্রদেশে এক অভিযান চালিয়ে জঙ্গি সংগঠন ‘ইসলামিক স্টেট’বা আইএসের তিন সদস্যকে হত্যা করেছে। ইরাকের সামরিক বাহিনী গতকাল (বুধবার) এ তথ্য জানিয়েছে।

ইরাকের জয়েন্ট অপারেশন কমান্ডের অধীন নিরাপত্তা মিডিয়া সেন্টার এক বিবৃতিতে জানায়, বিমান বাহিনী কিরকুক প্রদেশে আইএস জঙ্গিদের আস্তানায় যুদ্ধবিমান দিয়ে অভিযান চালালে ওই জঙ্গিরা নিহত হয়। 

বিবৃতিতে বলা হয়, পরবর্তী অনুসন্ধানের সময় নিরাপত্তা বাহিনী জঙ্গিদের খনন করা সুড়ঙ্গ ও ভূগর্ভস্থ আস্তানা আবিষ্কার করে, যেখান থেকে গ্রেনেড, নাইট ভিশন সরঞ্জাম, লজিস্টিক সরবরাহ এবং কিছু গুরুত্বপূর্ণ নথি জব্দ করে। 

সামরিক বাহিনী বিমান হামলার নির্দিষ্ট সময় উল্লেখ করেনি। 

২০১৭ সালের ডিসেম্বরে ইরাকের সরকার আইএসের বিরুদ্ধ লড়াইয়ে বিজয় ঘোষণা করে। এর পর থেকে আইএসের অবশিষ্টাংশ প্রধানত ইরাকের প্রত্যন্ত গ্রামাঞ্চলে আশ্রয় নিয়েছে এবং মাঝে মাঝে আক্রমণ চালাচ্ছে। (অনুপমা/রহমান)