একসাথে তিনটি উপগ্রহ মহাকাশে পাঠালো চীন
2024-01-11 18:52:03

জানুয়ারি ১১: বেইজিং সময় আজ (বৃহস্পতিবার) দুপুর ১টা ৩০ মিনিটে, শানতুংয়ের হাইইয়াং অঞ্চলের সামুদ্রিক এলাকা থেকে, একসাথে তিনটি কৃত্রিম উপগ্রহ মহাকাশে পাঠায় চীন।

‘গ্র্যাভিটি-১’(ওয়াইএল-১) নামক বাণিজ্যিক পরিবাহক-রকেটের সাহায্যে মহাকাশে পাঠানো কৃত্রিম উপগ্রহ তিনটি হচ্ছে ইয়ুনইয়াও-১ গ্রুপের ১৮, ১৯, ২০ নম্বর উপগ্রহ। উত্ক্ষেপণের নির্দিষ্ট সময় পর, তিনটি উপগ্রহ মহাকাশের পূর্বনির্ধারিত কক্ষপথে প্রবেশ করে।

এই মিশনটি ছিল ‘গ্র্যাভিটি-১’(ওয়াইএল-১) বাণিজ্যিক পরিবাহক-রকেটের প্রথম ফ্লাইট। (জিনিয়া/আলিম/ফেই)