সুইজার‍ল্যান্ড ও আয়ারল্যান্ড সফরে যাবেন চীনা প্রধানমন্ত্রী
2024-01-11 17:57:43

জানুয়ারি ১১: চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং আগামী ১৪ থেকে ১৭ জানুয়ারি সুইজারল্যান্ড ও আয়ারল্যান্ড সফর করবেন। আজ (বৃহস্পতিবার) বেইজিংয়ে আয়োজিত এক নিয়মিত সাংবাদিক সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং এ তথ্য জানান।

তিনি বলেন, সফরকালে তিনি বিশ্ব অর্থনীতি ফোরামের ২০২৪ সালের সম্মেলনে অংশগ্রহণ করবেন। এবার সম্মেলনের মূল প্রতিপাদ্য হল: ‘বিশ্বাস পুনর্গঠন’। চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং ফোরামের বার্ষিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন।

মাও নিং বলেন, প্রধানমন্ত্রী লি ছিয়াং-এর সুইজারল্যান্ড সফর হবে ২০২৪ সালে উচ্চ পর্যায়ে চীন-ইউরোপ বিনিময়ের সূচনা। চীন আশা করে, এই সফরের মাধ্যমে দুই দেশের নেতাদের গুরুত্বপূর্ণ যৌথ সিদ্ধান্তসমূহ বাস্তবায়নের কাজ আরও এগিয়ে যাবে, দু’দেশের পারস্পরিক রাজনৈতিক আস্থা বাড়বে, এবং দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক সহযোগিতা জোরদার হবে।

তিনি আরও বলেন, চীন বিভিন্ন দেশের সঙ্গে বিনিময় ও যোগাযোগ জোরদার করতে, পারস্পরিক উপলব্ধি ও আস্থা জোরদার করতে, বিশ্বের অর্থনীতির পুনরুদ্ধার ও পরিচালনাব্যবস্থা জোরদার করতে, এবং চ্যালেঞ্জ মোকাবিলায় অবদান রাখতে ইচ্ছুক।   (শুয়েই/আলিম/আকাশ)