চীন মালদ্বীপের সাথে বিনিময় জোরদার করতে চায়: চাও ল্য চি
2024-01-11 15:41:23

জানুয়ারি ১১: চীনের জাতীয় গণকংগ্রেসের চেয়ারম্যান চাও ল্য চি আজ (বৃহস্পতিবার) বেইজিংয়ে মালদ্বীপের প্রেসিডেন্ট মুহাম্মাদ মুইজুর সঙ্গে সাক্ষাতে বলেন, তার দেশ মালদ্বীপের সাথে বিভিন্ন খাতে বিনিময় ও সহযোগিতা আরও জোরদার করতে আগ্রহী।

চাও ল্য চি বলেন, দু’দেশের প্রেসিডেন্টদ্বয় চীন-মালদ্বীপ সম্পর্ককে সার্বিক কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্বের সম্পর্কে উন্নীত করার ঘোষণা দিয়েছেন, যা দ্বিপক্ষীয় সম্পর্কের ইতিহাসে একটি মাইলফলকস্বরূপ। দু’দেশের উচিত দুই রাষ্ট্রপ্রধানের গুরুত্বপূর্ণ মতৈক্য বাস্তবায়ন করা, ঐতিহ্যবাহী বন্ধুত্ব জোরদার করা, পারস্পরিক কৌশলগত আস্থা সুসংহত করা, বাস্তবভিত্তিক সহযোগিতা জোরদার করা, এবং দ্বিপক্ষীয় সম্পর্কের নতুন অধ্যায় উন্মোচনে কাজ করা।

এ সময় চাও ল্য চি মানবজাতির অভিন্ন কল্যাণের সমাজ গড়ে তোলা এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় চীনের ধারণা সম্পর্কে মালদ্বীপের প্রেসিডেন্টকে অবহিত করেন। তিনি বলেন, চীনের জাতীয় গণকংগ্রেস মালদ্বীপের সংসদের সাথে বিভিন্ন স্তরের বিনিময় জোরদার করতে, টেকসই উন্নয়ন সম্প্রসারণ করতে, এবং প্রাকৃতিক পরিবেশ সুরক্ষাসহ বিভিন্ন বিষয়ে বিনিময় বাড়াতে ইচ্ছুক।

জবাবে প্রেসিডেন্ট মুইজু বলেন, মালদ্বীপ চীনের সাথে সম্পর্ক উন্নয়নের ওপর অত্যন্ত গুরুত্ব দেয়। তাঁর দেশ দৃঢ়ভাবে ‘এক-চীননীতি’ মেনে চলবে এবং ‘বেল্ট অ্যান্ড রোড’ উদ্যোগের আওতায় দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদার করবে। (শুয়েই/আলিম/আকাশ)