এক-চীননীতি-র প্রশ্নে আন্তর্জাতিক সমাজে মতৈক্য আছে: চীনা মুখপাত্র
2024-01-11 17:46:39

জানুয়ারি ১১: ‘এক-চীননীতি’র প্রশ্নে আন্তর্জাতিক সমাজে সুস্পষ্ট মতৈক্য রয়েছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং  আজ (বৃহস্পতিবার) বেইজিংয়ে এক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন।

গত ২৬ ডিসেম্বর আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রীর "আর্জেন্টিনায় তাইওয়ানের বাণিজ্যিক ও সাংস্কৃতিক কার্যালয়ের প্রতিনিধি"-র সাথে বৈঠক করার খবর প্রসঙ্গে মুখপাত্র আরও বলেন, চীন এসংক্রান্ত প্রতিবেদনগুলো লক্ষ্য করেছে। আর্জেন্টিনা চীনকে জানিয়েছে যে, এ খবরটি মিথ্যা এবং নতুন আর্জেন্টাইন সরকার চীনের সাথে সম্পর্কের ওপর অত্যন্ত গুরুত্ব দেয় ও এক-চীননীতি দৃঢ়ভাবে অনুসরণ করে যাবে। আর্জেন্টিনার পররাষ্ট্র মন্ত্রণালয়ও স্থানীয় গণমাধ্যমকে এ বিষয়ে ব্যাখ্যা দিয়েছে।  

চীনা মুখপাত্র আরও বলেন, তাইওয়ান চীনের অংশ। চীন ও আর্জেন্টিনার মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পর থেকে বিগত ৫০ বছরে, আর্জেন্টিনার সব সরকার এক-চীননীতি মেনে এসেছে। চীন আর্জেন্টিনার সাথে দ্বিপক্ষীয় পারস্পরিক রাজনৈতিক আস্থা গভীরতর করতে এবং চীন-আর্জেন্টিনা সার্বিক কৌশলগত অংশীদারিত্বের সম্পর্কের স্থিতিশীল উন্নয়নের জন্য কাজ করে যেতে ইচ্ছুক। (শুয়েই/আলিম/আকাশ)