উন্নয়নশীল দেশগুলোর অভিন্ন কল্যাণে কাজ করে যাচ্ছে চীন: মুখপাত্র
2024-01-11 18:53:57

জানুয়ারি ১১: বিশ্বের উন্নয়নশীল দেশগুলোর অভিন্ন কল্যাণে কাজ করে যাচ্ছে চীন। আজ (বৃহস্পতিবার) বেইজিংয়ে এক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং।

মুখপাত্র বলেন, গেল বছর চীন একটি সমান, উন্মুক্ত, ও সহযোগিতামূলক বৈশ্বিক অংশীদারিত্বের সম্পর্কের নেটওয়ার্ক গড়ে তোলার কাজ অব্যাহত রাখে। এ সময় চীনের অংশীদারের সংখ্যা বেড়েছে এবং পুরানো অংশীদারদের সঙ্গে সম্পর্ক আরও উন্নত হয়েছে। কারণ, চীন সবসময় পারস্পরিক শ্রদ্ধা, সমতা ও কল্যাণের ভিত্তিতে অন্যান্য দেশের সাথে সম্পর্ক গড়ে তোলে। এটি চীনের ক্রমবর্ধমান আন্তর্জাতিক প্রভাব ও নৈতিক আবেদনেরও প্রতিফলন।

মাও নিং জোর দিয়ে বলেন, একটি উন্নয়নশীল দেশ হিসাবে, চীন "গ্লোবাল সাউথ"-এর সদস্য। চীন উন্নয়নশীল দেশগুলোর উন্নয়নকে বিশ্বের উন্নয়নের সাথে সংযুক্ত বলে বিশ্বাস করে এবং বিভিন্ন দেশের সাথে মিলে অভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা করে যাবে। (জিনিয়া/আলিম/ফেই)