গেল বছর চীনে গাড়ি বিক্রি হয়েছে ৩ কোটির বেশি
2024-01-11 19:50:42

জানুয়ারি ১১: গেল বছর চীনে গাড়ি বিক্রি হয়েছে ৩ কোটির বেশি, যা একটি নতুন রেকর্ড। এর মধ্যে চীনা গাড়ি রপ্তানি হয়েছে ৪৯.১ লাখ। এ দিক থেকে চীনের অবস্থান বিশ্বে শীর্ষে ছিল বলে অনুমান করা হচ্ছে। চায়না অ্যাসোসিয়েশান অব অটোমোবাইল ম্যানুফ্যাকচারার্স আজ (বৃহস্পতিবার) এ তথ্য জানায়। 


সংস্থাটি জানায়, গেল বছর চীনে গাড়ির উত্পাদন ও বিক্রির সংখ্যা ছিল যথাক্রমে ৩০১৬১ হাজার ও ৩০০৯৪ হাজার, যা আগের বছরের একই সময়ের চেয়ে যথাক্রমে ১১.৬ শতাংশ ও ১২ শতাংশ বেশি। এর মধ্যে গাড়ি রপ্তানির সংখ্যা ছিল ৪৯.১ লাখ, যা আগের বছরের একই সমযের চেয়ে ৫৮ শতাংশ বেশি। বর্তমানে বিশ্বের দুই শতাধিক দেশ ও অঞ্চলে চীন গাড়ি রপ্তানি করে থাকে। 


এ খাতের বিশেষজ্ঞ চাং চিন হুয়াং বলেন, চীনের নতুন জ্বালানিচালিত গাড়ির প্রযুক্তি ও পণ্য ইতোমধ্যে বিশ্ববাজারের গুরুত্বপূর্ণ অংশে পরিণত হয়েছে। (আকাশ/আলিম/ফেইফেই)