আফ্রিকার চার দেশ সফর করবেন চীনা পররাষ্ট্রমন্ত্রী
2024-01-11 18:10:12

জানুয়ারি ১১: চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই, আগামী ১৩ থেকে ১৬ জানুয়ারি পর্যন্ত, মিসর, তিউনিসিয়া, টোগো, এবং আইভোরি কোস্ট সফর করবেন। এরপর, তিনি ১৮ থেকে ২২ জানুয়ারি পর্যন্ত ব্রাজিল ও জ্যামাইকা সফর করবেন। আজ (বৃহস্পতিবার) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বেইজিংয়ে এক নিয়মিত সাংবাদিক সম্মেলনে এ তথ্য জানান।

মুখপাত্র জানান, ওয়াং ই-র আফ্রিকার চারটি দেশ সফরের ফলে, ৩৪ বছর ধরে প্রতিবছর চীনা পররাষ্ট্রমন্ত্রীর প্রথম আফ্রিকা সফরের ঐতিহ্য বজায় থাকবে। গত বছরের চীন-আফ্রিকা সংলাপে, প্রেসিডেন্ট সি চিন পিং আফ্রিকার শিল্পায়ন, কৃষির আধুনিকায়ন, ও প্রতিভাবান ব্যক্তিদের প্রশিক্ষণসংশ্লিষ্ট নতুন সহযোগিতামূলক পদক্ষেপের প্রস্তাব করেন। আফ্রিকান পক্ষ উত্সাহের সাথে তাতে সাড়া দেয়। চলতি বছর চীন-আফ্রিকা সহযোগিতা ফোরামের একটি নতুন অধিবেশন অনুষ্ঠিত হবে।

মুখপাত্র আরও বলেন, পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-র এ সফরের লক্ষ্য চীন-আফ্রিকা শীর্ষ সম্মেলনে গৃহীত সিদ্ধান্তসমূহ বাস্তবায়ন করা, চীন ও আফ্রিকার মধ্যে ঐতিহ্যগত বন্ধুত্ব অব্যাহত রাখা, এবং চীন-আফ্রিকা ঐক্য ও সহযোগিতার গতিকে সুসংহত করা। (শুয়েই/আলিম/আকাশ)