চীন ও যুক্তরাষ্ট্রের বাণিজ্যমন্ত্রীদ্বয়ের ফোনালাপ
2024-01-11 20:48:27


জানুয়ারি ১১: আজ (বৃহস্পতিবার) চীনের বাণিজ্যমন্ত্রী ওাং ওয়েন থাও এবং মার্কিন বাণিজ্যমন্ত্রী জিনা রাইমন্ডো ফোনে কথা বলেন। এ সময় তাঁরা আর্থ-বাণিজ্যিক বিভিন্ন ইস্যুতে মত বিনিময় করেন।


চীনা বাণিজ্যমন্ত্রী ওাং ওয়েন থাও বলেন, চীন ও যুক্তরাষ্ট্রের দুই শীর্ষ নেতা সান ফ্রান্সিসকোর বৈঠকে দু’দেশের আর্থ-বাণিজ্যিক সম্পর্ক উন্নয়নের দিক-নিদের্শনা দিয়েছেন। দু’পক্ষের উচিত দু’দেশের বাণিজ্য মন্ত্রণালয়দ্বয়ের মধ্যে যোগাযোগ ও বিনিময়ের ব্যবস্থাকে কাজে লাগিয়ে শিল্পপ্রতিষ্ঠান পর্যায়ের সহযোগিতা আরও জোরদার করা।  


ফোনালাপে ওযাং ওয়েন থাও চীনা প্রতিষ্ঠানের ওপর ভিত্তিহীন মার্কিন নিষেধাজ্ঞা ও চাপ নিয়েও উদ্বেগ প্রকাশ করেন।  

(আকাশ/আলিম/ফেইফেই)